যানজট কাটাতে নতুন উপায়, বদলে যাচ্ছে ট্রাফিক ব্যবস্থা

রোদ-ঝড়-বৃষ্টির হাত থেকে পুলিস কর্মীদের সুরক্ষা দিতে তৈরি করা হচ্ছে ট্রাফিক কিয়স্ক

Updated By: May 3, 2022, 10:50 AM IST
যানজট কাটাতে নতুন উপায়, বদলে যাচ্ছে ট্রাফিক ব্যবস্থা
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: কলকাতা শহরের সঙ্গে সামঞ্জস্য রেখে যানজট মুক্ত করতে বদলে ফেলা হচ্ছে গড়িয়া, ঢালাই ব্রীজ, কামালগাজি, বারুইপুর বাইপাস ও সোনারপুরের ট্রাফিক ব্যবস্থা। 

শহরে ঢোকার অন্যতম সংযোগস্থল ঢালাইব্রীজ এলাকায় তীব্র যানজট তৈরি হয়। প্রতিদিনই অফিস টাইমে দুর্ভোগের মধ্যে পড়তে হয় নিত্যযাত্রীদের। এই পরিস্থিতির পরিবর্তন করতে এবং ট্রাফিক ব্যবস্থা উন্নত করতে কলকাতা সংলগ্ন এলাকায় অত্যাধুনিক ট্রাফিক সিগনাল সহ একাধিক পদক্ষেপ নিচ্ছে বারুইপুর জেলা পুলিস। 

রোদ-ঝড়-বৃষ্টির হাত থেকে পুলিস কর্মীদের সুরক্ষা দিতে তৈরি করা হচ্ছে ট্রাফিক কিয়স্ক। ঢালাইব্রীজ সংলগ্ন সাহাপাড়ায় অত্যাধুনিক ট্রাফিক সিগনালের উদ্ধোধন করলেন বারুইপুর পুলিস জেলার পুলিস সুপার বৈভব তিওয়ারি। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম এবং বারুইপুর পুলিস জেলার উচ্চপদস্থ পুলিস আধিকারিকরা।

আরও পড়ুন: Nakhoda Masjid: ঈদের সকালে ভিড় নাখোদা মসজিদে, উৎসবের মেজাজে মানুষ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.