অমিত শাহ-র রোড শো ঘিরে বিদ্যাসাগর কলেজে তাণ্ডবে মধ্যরাতেই জোড়া FIR, গ্রেফতার ১৬
কলেজে ঢুকে পড়ুয়াদের মারধর, শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ।
নিজস্ব প্রতিবেদন: অমিত শাহর রোড শো ঘিরে বিদ্যাসাগর কলেজে তাণ্ডবে জোড়া এফআইআর দায়ের হল। জোড়াসাঁকো থানায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অন্যদিকে আমহার্স্ট স্ট্রিট থানায় মঙ্গলবার মধ্যরাতে অভিযোগ দায়ের করেন বিদ্যাসাগর কলেজের পড়ুয়ারা। অভিযোগের তির বিজেপির দিকে।
বিজেপির লোকজন কলেজ চত্বরে ঢুকে মূর্তি ভেঙে আগুন ধরিয়ে দিয়েছে বলেও অভিযোগ। শুধু তাই নয়, কলেজে ঢুকে পড়ুয়াদের মারধর, শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় যারা যুক্ত পুলিশের কাছে তাদের কঠোর শাস্তির দাবি তুলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। বুধবার সকালে এর প্রতিবাদে সত্যাগ্রহ আন্দোলন করা হবে।
গণতান্ত্রিক প্রতিবাদ করে কালো পতাকা দেখিয়েছে, আমি তো এসব মাইন্ড করি না: মমতা
এদিকে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদ মধ্যরাত থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের সব নেতানেত্রীরাই সোশ্যাল মিডিয়ায় তাঁদের ডিপিতে বিদ্যাসাগরের ছবি লাগিয়েছেন। 'কভার ফটো' প্রতিবাদের ভাষা কালো।
প্রসঙ্গত, বিদ্যাসাগর কলেজের ভিতর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে শুরু হয়ে গেল রাজনৈতিক টানাপোড়েন। তৃণমূলের দাবি, বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে বিজেপির দুষ্কৃতীরা। তার পাল্টা বিজেপির অভিযোগ, কলেজগুলি এখন সমাজবিরোধীদের আখড়া। তাদের বদনাম করতেই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা।