নিজস্ব প্রতিবেদন : রবিবার রাতে শহরের অন্যতম নামী পেক্ষাগৃহ প্রিয়া সিনেমা হলে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শো চলাকালীন হঠাত্ই আগুন দেখা যায় বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সিনেমা হলে থাকা দর্শকদের মধ্যে। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন যুদ্ধকালীন তত্পরতায় আগুন নিয়ন্ত্রণে আনে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - কসবায় এটিএম থেকে উদ্ধার স্কিমার!


রাত ১০টা নাগাদ প্রিয়া সিনেমা হল সংলগ্ন একটি মোমোর দোকানে আগুন লাগে। সিনেমা হলে সে সময় শো চলছিল। শো চলাকালীনই আচমকা কালো ধোঁয়ায় ঢেকে যায় হল। দর্শকরা ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে বেরিয়ে আসতে থাকেন। পরে হল কর্তৃপক্ষ সব দর্শককে বাইরে বের করে আনে। নাইট শো থাকায় কম দর্শক ছিল ওই সময় হলের ভিতরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। যদিও পাঁচ জন হলের মধ্যে আটকে পড়েন বলে জানা যায়। পরে দমকলকর্মীরা তাঁদের উদ্ধার করেন। আগুন নিয়ন্ত্রণে এলেও দীর্ঘক্ষণ ধোঁয়ায় ঢেকে থাকে গোটা এলাকা। তবে কারোর অসুস্থতার কোনও খবর পাওয়া যায়নি।    


আরও পড়ুন - রবিবার ভরদুপুরে ঝমাঝম বৃষ্টি, জল থইথই কলকাতার নীচু এলাকাগুলি


প্রাথমিক ভাবে এসি থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হয়। গোটা হল ধোঁয়ায় ঢেকে যাওয়ায় হলের   কাঁচের জানালা ভেঙে দেওয়া হয়। ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা সম্ভব হয়নি। প্রিয়া সিনেমার কর্ণধার ওই বাড়িতেই থাকেন।তাঁর পরিবারের সকলেই সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থানে আসেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সিনেমা হলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না তা খতিয়ে দেখবে দমকল। তদন্তে সোমবার ফরেনসিক দলও আসবে প্রিয়া সিনেমা হলে।