গড়িয়া বাজারে পুড়ে ছাই ২টি দোকান, দমকলের তত্পরতায় রক্ষা গোটা বাজারের
শনিবার দুপুর পৌনে তিনটে নাগাদ গড়িয়া বাজারের এক মুদির দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়
নিজস্ব প্রতিবেদন: অল্পের জন্য বড়সড় আগুন থেকে রক্ষা পেল গড়িয়া বাজার। প্রথম দিকে আগুন নজরে চলে আসায় সঙ্গে সঙ্গেই তা নেভানোর কাজ শুরু হয়ে যায়। ফলে দুটি দোকান পোড়ার পরই আগুন নিয়ন্ত্রণে এনে ফেলে দমকল।
আরও পড়ুন-গরু পাচারকাণ্ড : বিনয় মিশ্রের বাজেয়াপ্ত ল্যাপটপ ও ফোনে গুরুত্বপূর্ণ সূত্রের হদিশ
শনিবার দুপুর পৌনে তিনটে নাগাদ গড়িয়া বাজারের এক মুদির দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। চোখের সামনেই দোকন থেকে আগুন বেরিয়ে আসতে শুরু করে। এলাকার মানুষজন সঙ্গে সঙ্গে খবর দেন দমকল। এলাকার মানুষজন ও দমকল কর্মীরা শার্টার ভেঙে দোকানের ভেতরের আগুন নিভিয়ে ফেলেন। ওই মুদির দোকানের পাশে একটি দশকর্মা-র দোকানেও আগুন লাগে।
আরও পড়ুন-''দাদা, তাড়াতাড়ি সেরে ওঠো'', সৌরভের দ্রুত সুস্থতা কামনায় টুইট বীরু, কোহলির
এদিকে, গড়িয়া বাজারে যখন আগুন লাগে সেসময় বাজার বন্ধ ছিল। ফলে ক্ষয়ক্ষতি তেমন হয়নি। একার মানুষের বক্তব্য, সকালের দিকে ভরা বাজারে আগুন লাগলে বড়সড় ক্ষতি হতে পারত। আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে দমকলের ৪টি ইঞ্জিন। তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বাজারের দুটি দোকানে। রক্ষা পায় গোটা বাজার।