ওয়েব ডেস্ক: শহরে ফের অগ্নিকাণ্ড। রাতে আগুন লাগে পাভলভ হাসপাতালে। ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাও। আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীদের মধ্যে। খবর যায় দমকলে। দমকলের চারটি ইঞ্জিন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসিনতার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি ঘটনার সময় কতৃপক্ষের কেউ হাসপাতালে ছিলেন না।  


এদিকে, নারকেল ডাঙা মেন রোডের ঘিঞ্জি এলাকাতেও আগুন। তবে এড়ানো গেল বড় বিপদ। রাতে ওই এলাকায় একটি বৈদ্যুতিন সরঞ্জামের গুদামে আগুন লাগে। রাত সাড়ে নটার ঘটনা। স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোয় হাত লাগান। খবর পেয়ে পৌছয় দমকলের দুটি ইঞ্জিন। প্রাথমিক অনুমান মিটার বক্স থেকে আগুন লেগেছিল ওই গোডাউনে। (আরও পড়ুন- বিদ্যুত্স্পৃষ্ট হয়ে কলকাতায় মৃত ২)