নিজস্ব প্রতিবেদন: কালীপুজোর আগে প্রতিবছর বাজি বাজার বসে ময়দানে। এবার বাজারের স্থান পরিবর্তন হচ্ছে। বাজার বসতে চলেছে উত্তর কলকাতার সিঁথি সার্কাস ময়দানে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্য সরকারের সহযোগিতায় চলতি বছর সিঁথির ময়দানে বসবে বাজি বিকিকিনির হাট। শনিবার নবান্নে মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায়। বাজির বাজারের জন্য প্রয়োজনীয় দমকলের ছাড়পত্র ও নবান্নের অনুমতি মিলেছে বলে দাবি করেছেন তিনি। 


মেলা কেন ময়দান থেকে সিঁথিতে সরল? বাবলা রায় জানান,''ময়দানে মেলা করতে প্রচুর খরচ করতে হত। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা দফতরকে ভাড়া দিতে হয়। ফলে আমরা ওখানে মেলা করতে পারছিলাম না। রাজ্য সরকারের আবেদন করেছি, এমন জায়গা দিন যাতে আমরা এই ঐতিহ্যশালী মেলাকে বাঁচিয়ে রাখতে পারি। রাজ্য সেই আবেদন মেনে নিয়েছে। জনগণকে বলছি শহিদ মিনারের আতসবাজির মেলা করব সিঁথির মোড়ের ময়দানে।''   


আরও পড়ুন- WB Civic Polls: রাজ্যে নতুন দুই পুরসভা, শেষ সীমানা পুনর্বিন্যাসের কাজও


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)