BJP Nabbana Aviyaan: বিনা অনুমতিতে আজ নবান্ন অভিযান, বাঁকুড়ায় আটক বিজেপি কর্মীরা
সোমবার সন্ধে থেকেই বাঁকুড়া স্টেশনে জমায়েত হয় বহু বিজেপি কর্মী। স্টেশন চত্তরের বাইরে বিজেপি-র তরফে একটি ক্যাম্পও করা হয়। সব কর্মীদের ট্রেন পেতে যাতে অসুবিধা না হয় এবং কর্মীদের অন্যান্য সুবিধা দেখার জন্য তৈরি করা হয় এই ক্যাম্প। এরপরেই সদর থানার পুলিস আসে বাঁকুড়া স্টেশনে। এরপরেই তাদের বিরুদ্ধে অভিযানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিজেপির নবান্ন অভিযানে যোগ দিতে চাওয়া চার বিজেপি কর্মিকে আটক করেছে বাঁকুড়া সদর থানার পুলিস। মঙ্গলবারের নবান্ন অভিযানে যোগ দিতে বাঁকুড়া রেল স্টেশনে এসেছিলেন তাঁরা। সেখান থেকেই এই চারজনকে ধরে থানায় নিয়ে যায় পুলিস।
সোমবার সন্ধে থেকেই বাঁকুড়া স্টেশনে জমায়েত হয় বহু বিজেপি কর্মী। স্টেশন চত্তরের বাইরে বিজেপি-র তরফে একটি ক্যাম্পও করা হয়। সব কর্মীদের ট্রেন পেতে যাতে অসুবিধা না হয় এবং কর্মীদের অন্যান্য সুবিধা দেখার জন্য তৈরি করা হয় এই ক্যাম্প। এরপরেই সদর থানার পুলিস আসে বাঁকুড়া স্টেশনে। এরপরেই তাদের বিরুদ্ধে অভিযানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।
এর মাঝেই স্টেশনের ভিতরে পৌছে যায় কিছু বিজেপি কর্মী। এর পরেই বিশাল পুলিসবাহিনী পৌছে যায় স্টেশনের ভিতরে এবং সেখান থেকে চারজন বিজেপি কর্মীকে সেখান থেকে তুলে নিয়ে আসে। তাদেরকে বাঁকুড়া সদর থানায় নিয়ে যাওয়া হয়। সেই চারজন বিজেপি সমর্থক আটক রয়েছে বলেও জানা গিয়েছে। বাকি কর্মী সমর্থকরা নবান্ন অভিযানের উদ্দেশ্যে রওনা করা হয়েছে বলে জানা গিয়েছে।
সোমবার রাত পর্যন্ত বিশাল পুলিসবাহিনী ঘিরে রাখে স্টেশন চত্তর। এমনকি মঙ্গলবার ভোরেও বিজেপি কর্মীদেরকে পুলিস বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিজেপি কর্মীদের প্রশ্ন তাঁরা টিকিট কেটে ট্রেনে কলকাতা আসছিলেন কিন্তু তা সত্ত্বেও কেন তাদেরকে আটকান হল।
আরও পড়ুন: Mamata Banerjee: বিজেপির নবান্ন অভিযানের আগে কলকাতা ছাড়লেন মুখ্যমন্ত্রী
'চোরেদের কাছ থেকে আবার পারমিশন নেওয়ার কী দরকার'! বিভিন্ন জেলা থেকে কলকাতা আসতে শুরু করেছেন কর্মী-সমর্থকরা। আগামীকাল, মঙ্গলবার হাওড়া ময়দানে বিজেপির মিছিলে নেতৃত্ব দেবেন দলের রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার। সাঁতরাগাছিতে শুভেন্দু অধিকারী, আর কলেজ স্কোয়ার দিলীপ ঘোষ। পুলিস অনুমতি না দিলেও নবান্ন অভিযানের প্রস্তুতি তুঙ্গে গেরুয়া শিবিরে।
দুর্নীতি ইস্যুতে এখন ব্যাকফুটে তৃণমূল। এসএসসি দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গোরুপাচারকাণ্ডে এখন জেল হেফাজতে অনুব্রত মণ্ডলও। তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে গ্রেফতার করেছে সিবিআই। কেন এমন পরিস্থিতি রাজ্যে? প্রথমে ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানে ডাক দিয়েছিল বঙ্গ বিজেপি নেতৃত্ব। পরে কর্মসূচির দিন বদলে যায়।
আগামীকাল, মঙ্গলবার হাওড়া ময়দান, সাঁতরাগাছি ও কলেজ কলেজ স্কোয়ার থেকে মিছিল করে নবান্নের দিকে যাবেন বিজেপি কর্মীরা। এমনকী, নবান্নে যখন হঠাৎ করে দলের মহিলা মোর্চার সদস্যরা বিক্ষোভও দেখাতে পারেন বলে খবর, তখন এই কর্মসূচির জন্য অনুমতি কেন দিল না পুলিস। হাওড়া সিটি পুলিসের তরফে জানানো হয়েছে, 'নবান্ন হাই-সিকিউরিটি জোন, ১৪৪ ধারা জারি থাকে। নবান্নের সামনে ৪ জনের বেশি জমায়েত করা যাবে না'।