ফেসবুকে প্রতারণা, মহিলার থেকে ৯ লক্ষ ১০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
ফের ফেসবুকে প্রতারণার শিকার। এবার বিধাননগরের এক মহিলার থেকে ন লক্ষ দশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। তদন্তে নেমে নয়াদিল্লি থেকে শাফির শাহ নামে এক যুবককে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। মহিলা জানিয়েছেন, অ্যাডামস মুলার পরিচয় দিয়ে তাঁর সঙ্গে ভাব জামায় ওই যুবক। বলেন তিনি পেশায় সিভিল ইঞ্জিনয়র। নেপালে রাস্তা তৈরির কাজ করছেন। ফেসবুক বন্ধুর অনুরোধে তাঁর নেপালের ব্যাঙ্ক আকাউন্টে ন লক্ষ দশ হাজার টাকা দেন ওই মহিলা। অ্যাডামস তাঁকে প্রতিশ্রুতি দেন নেপাল সরকারের থেকে টাকা পেয়েই তিনি ঋণ শোধ করবেন। তবে কিছুদিন পরেই মহিলা বুঝতে পারেন পুরোটাই ভাঁওতা। অ্যাডামস মুলার নামেই কেউ নেই। এরপরেই পুলিসের দ্বারস্থ হন ওই মহিলা।
ওয়েব ডেস্ক: ফের ফেসবুকে প্রতারণার শিকার। এবার বিধাননগরের এক মহিলার থেকে ন লক্ষ দশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। তদন্তে নেমে নয়াদিল্লি থেকে শাফির শাহ নামে এক যুবককে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। মহিলা জানিয়েছেন, অ্যাডামস মুলার পরিচয় দিয়ে তাঁর সঙ্গে ভাব জামায় ওই যুবক। বলেন তিনি পেশায় সিভিল ইঞ্জিনয়র। নেপালে রাস্তা তৈরির কাজ করছেন। ফেসবুক বন্ধুর অনুরোধে তাঁর নেপালের ব্যাঙ্ক আকাউন্টে ন লক্ষ দশ হাজার টাকা দেন ওই মহিলা। অ্যাডামস তাঁকে প্রতিশ্রুতি দেন নেপাল সরকারের থেকে টাকা পেয়েই তিনি ঋণ শোধ করবেন। তবে কিছুদিন পরেই মহিলা বুঝতে পারেন পুরোটাই ভাঁওতা। অ্যাডামস মুলার নামেই কেউ নেই। এরপরেই পুলিসের দ্বারস্থ হন ওই মহিলা।
আরও পড়ুন প্রাণ দিয়ে প্রভুকে বাঁচাল কুকুর, আততায়ীর প্রতিটা ছুরির কোপ নিজের শরীরে নিল