নিজস্ব প্রতিবেদন: বিরাম নেই জ্বালানির দাম বৃদ্ধিতে। টানা ১৫ দিন নাগাড়ে বেড়ে কলকাতায় ৮১ টাকা ছাড়াল পেট্রোলের দাম। সঙ্গে ডিজেলের দরেও উর্ধ্বগতি অব্যহত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার কলকাতায় ১ লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৮১.০৬ টাকায়। এক লিটার ডিজেলের দাম ৭১.৮৬ টাকা। এই নিয়ে টানা ১৫ দিন বাড়ল পেট্রোল - ডিজেলের দর। 


কংগ্রেসকে সমর্থন করতে চেয়েছিলাম, উল্টে তাঁরাই কুমারস্বামীকে মুখ্যমন্ত্রী করল: দেবেগৌড়া


লাগাতার জ্বালানির দাম বাড়ায় বাড়তে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। ইতিমধ্যে ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছেন ট্রাকমালিকরা। বাঁধা বাজেটে সংসার চালাতে নাভিশ্বাস গৃহিনীদের। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।