তথাগত চক্রবর্তী: সোনা পাচারের অভিনব কৌশল। অন্তর্বাসের ভেতরে লুকিয়ে নিয়ে আসা হচ্ছিল সোনার পেটি। কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী। উদ্ধার হওয়া সোনার পরিমাণ প্রায় ১ কেজি। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৬২ লক্ষ টাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কলকাতা বিমানবন্দর সূত্র মারফত খবর পেয়ে দুবাই ফেরত এক ভারতীয় নাগরিক কলকাতায় আসার পর অভিবাসন দফতরের আধিকারিকরা গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁকে আটকে। শুল্ক দফতরের আধিকারিকরা দুবাই ফেরত ওই ভারতীয় যাত্রীকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। তারপর ওই ব্যক্তির পরে থাকা জামাকাপড়ে তল্লাশি চালানোর সময়ই সন্দেহ দানা বাঁধে। সন্দেহজনকভাবে নিজেকে আড়াল করার চেষ্টা করতে থাকেন ওই যাত্রী।


এরপরই আরও তল্লাশি চালিয়ে ওই যাত্রীর অন্তর্বাসের ভিতরে কাগজের মোড়কে মোড়া অবস্থায় লুকিয়ে রাখা সোনার পেস্ট উদ্ধার করেন শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স শাখার আধিকারিকেরা। শুধু ওই ব্যক্তি-ই নন, এর পাশাপাশি একইসঙ্গে ব্যাংকক থেকে আসা আরও এক ভারতীয় নাগরিক কলকাতা বিমানবন্দরে নামলে, তাঁরও তল্লাশি চালানো হয়।


এক্ষেত্রেও তল্লাশি চালিয়ে সেই ব্যক্তির ব্যাগের মধ্যে থেকে সোনার পেটি উদ্ধার করেন শুল্ক দফতরের আধিকারিকরা। দুটি ঘটনা মিলিয়ে প্রায় ১ কেজি সোনা উদ্ধার করেন আধিকারিকরা। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৬২ লক্ষ টাকা। যদিও দুই ভারতীয় যাত্রীকে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে শুল্ক দপ্তর সূত্র মারফত খবর।


আরও পড়ুন, C V Ananda Bose to learn Bengali: মনে-প্রাণে বাঙালি, আনন্দ বোসের বাংলায় 'হাতেখড়ি' মমতার সামনেই



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)