নিজস্ব প্রতিবেদন: রাজ্যের ডিজিপি নিয়োগ নিয়ে এবার রিপোর্ট তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কোন পদ্ধতি মেনে ডিজিপি নিয়োগ করা হয়েছে? সেই বিষয়ে জানতে চাইলেন তিনি। মুখ্যমন্ত্রীকে ট্যাগ করা টুইটে সরব হলেন জগদীপ ধনখড়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার সকালে রাজ্য পুলিশের ডিজি নিয়োগ নিয়ে টুইটে সরব হন রাজ্যপাল জগদীপ ধনখড়। সুপ্রিম কোর্টের একটি অর্ডার উল্লেখ করে টুইট করেন তিনি। টুইটে ট্যাগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানে রাজ্যপাল দাবি করেন, UPSC-র প্যানেল থেকে কাউকে ডিজি নিয়োগ করা উচিত। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য পুলিশের ডিজি নিয়োগ করা উচিত। অস্থায়ী বা ভারপ্রাপ্ত কাউকে ডিজি নিয়োগ উচিত নয়।


আরও পড়ুন: কলকাতা কর্পোরেশনের নয়া উদ্যোগ, পোস্তা বাজারে শুরু 'Vaccination on Wheels'


আরও পড়ুন: করোনাকালে বকেয়া EMI, বরানগরে ব্যাঙ্কের ভিতরে গ্রাহককে বেধড়ক মার


প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের সময় রাজ্যের ডিজি বদলে দিয়েছিল কমিশন। সরিয়ে দেওয়া হয়েছিল বীরেন্দ্রকে। তবে নির্বাচন মিটতে ফের বীরেন্দ্রকেই রাজ্য পুলিশের ডিজি হিসেবে নিয়োগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। এরপরই রাজ্যের ডিজি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়।