জি ২৪ ঘণ্টা ডিজিটাল ডেস্ক: 'দিদির আর্শীবাদে এবার পাহাড়ের ভোটে জিতেছি'। একুশে জুলাইয়ের মঞ্চে বললেন জিটিএ-র  চিফ এক্সিকিউটিভ অনীত থাপা। প্রতিশ্রুতি দিলেন, 'যতদিন রাজনীতিতে থাকব. দিদির সঙ্গেই কাজ করব'। এমনকী, 'জয় বাংলা' স্লোগানও শোনা গেল অনীত থাপার মুখে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মার্চে রাজ্যে পুরভোটে ফল ঘোষণার হওয়ার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'এবার GTA নির্বাচনও করিয়ে দেব'। ২৬ জুন ভোট হয়েছে পাহাড়ে। শুধু তাই নয়, জিটিএ-তে এবার  একক সংখ্য়াগরিষ্ঠতা দল হিসেবে বোর্ড গঠন করেছে অনীত থাপার নেতৃত্বাধীন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (BGPM)। ৪৫টি আসনের মধ্যে ২৭টিতে জিতেছে তারা। এমনকী,  ৫টি আসন পেয়েছে তৃণমূল। ৮টি আসন হামরো পার্টি ও ৫টি আসন গিয়েছে নির্দলদের দখলে।


আরও পড়ুন: 21 July TMC Shahid Diwas: মুখ্যমন্ত্রীর বাড়ি দেখতে হাজির বহু তৃণমূল সমর্থক, মোবাইল জমা রেখে মিলল ছাড়পত্র

 ১৪ জুলাই জিটিএ-র বোর্ড গঠনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। এদিন একুশের মঞ্চে অনীত থাপা বলেন, '২০১৭ সাল থেকে দিদির দেখানো পথে চলছি। সংসদীয় রাজনীতি দিদির সঙ্গে থেকে ৫ লড়াই করছি। দিদির আর্শীবাদেই এবার পাহাড়ের ভোট জিতেছি। জনাদেশ নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি'। তাঁর আরও বক্তব্য, ১৯৮৬ থেকে ২০০৭ পর্যন্ত পাহাড়ে ধ্বংসাত্বক রাজনীতি চলেছে। আমাদের মিথ্যে স্বপ্ন দেখানো হয়েছিল। এখন দিদির সঙ্গে সৎভাবে রাজনীতি করছি। দিদির সঙ্গে থেকেই পাহাড়ে উন্নয়ন করব'।


আরও পড়ুন: Vice President Of India Election 2022: কাউকেই সমর্থন নয়, উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরত থাকবে তৃণমূল: অভিষেক


এর  আগে, জিটিএ নির্বাচনের পর নিজে কলকাতায় এসে মুখ্যমন্ত্রীকে বোর্ডে গঠন অনুষ্ঠানে হাজির থাকার আমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন অনীত থাপা। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)