নিজস্ব প্রতিবেদন : তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার দিনে কী এমন কারণ ঘটেছিল যে ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংয়ের 'ওয়াই ক্যাটাগরির' নিরাপত্তা তুলে নিয়েছিল সরকার? রাজ্যের কাছে জবাব তলব করল হাইকোর্ট। পাশাপাশি সেদিনের সব রেকর্ড আদালতে পেশ করারও নির্দেশ দিল হাইকোর্ট। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাকের সিঙ্গল বেঞ্চ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আদালতের আরও নির্দেশ, দু'সপ্তাহে মধ্যে রাজ্যকে এই রেকর্ডের পাশাপাশি মামলার গ্রহণযোগ্যতার প্রশ্নে হলফনামা পেশ করতে হবে। তার এক সপ্তাহের মধ্যে মামলাকারীকে জবাবি হলফনামা আদালতে জমা দিতে হবে। মোট তিন সপ্তাহের পর মামলার শুনানির দিন ধার্য করেছে আদালত।


আরও পড়ুন, সেনার পোশাক-টুপিতে বীরপাড়ায় ভোটকেন্দ্রে রাজ্য পুলিস!


মামলার শুনানিতে এদিন রাজ্যের অ্যাডভোকেট জানারেল কিশোর দত্ত বলেন, "এই মামলার কোনও গ্রহণযোগ্যতা নেই। কারণ ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী যদি দেখা যায় কারোও প্রাণনাশের সম্ভাবনা রয়েছে , সেক্ষেত্রে নিরাপত্তা দেওয়া রাজ্যের দায়িত্ব। আপাতত মামলাকারীর প্রাণনাশের কোনও আশঙ্কা নেই। তিনি এখন কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের 'সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের'  তরফে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন। তাহলে রাজ্য কেন নিরাপত্তা দেবে?"  প্রশ্ন করেন এজি।  


আরও পড়ুন, 'ওষুধ কাজ করেছে, টেনশন নেই', গুছিয়ে মধ্যাহ্নভোজ খেয়ে দাবি রবীন্দ্রনাথ ঘোষের


উত্তরে মামলাকারীর আইনজীবী সপ্তাংশুবাবু বলেন, "রাজ্য কেন সেই দিন-ই তাঁর নিরাপত্তা তুলে নিল? যেদিন বিধায়ক বিজেপিতে যোগদান করলেন? কী এমন কারণ ঘটল যে একই দিনে তাঁর নিরাপত্তা তুলে নিতে হল রাজ্য সরকারকে? আদালত রাজ্যকে সেদিনের সরকারি রেকর্ড পেশ করতে নির্দেশ দিক।" উভয়পক্ষের বক্তব্য শুনে রাজ্যকে রেকর্ড পেশ করার নির্দেশ দেয় আদালত।