'ওষুধ কাজ করেছে, টেনশন নেই', গুছিয়ে মধ্যাহ্নভোজ খেয়ে দাবি রবীন্দ্রনাথ ঘোষের

Apr 11, 2019, 14:18 PM IST
1/9

কমলিকা সেনগুপ্ত : তাঁর 'ওষুধ' থার্ড ডিগ্রি। কাজ করেছে সেই 'ওষুধ'। এলাকায় এলাকায় ঘুরে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করে দাবি করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

2/9

ভোটগ্রহণ শুরু হতেই সকাল থেকে এলাকায় এলাকায় চষে বেড়ান রবীন্দ্রনাথ ঘোষ। প্রায় ১০০ কিমি ঘুরে ফেলেন তিনি।

3/9

এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্র ঘুরতে ঘুরতেই কখনও তাঁকে দেখা যায় তরমুজে কামড় দিতে।

4/9

কখনও আবার রাস্তার ধারে দাঁড়িয়ে শসা, ডিমসেদ্ধ খেয়ে খিদে মেটান মন্ত্রী।

5/9

শেষে মধ্যাহ্নভোজ খেতে খেতে 'তৃপ্তির' ঢেঁকুর তুলে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে বলতে শোনা যায়, "ওষুধ কাজ করেছে।"  

6/9

সকাল থেকেই ইভিএম খারাপ,  চক্রান্ত করা হচ্ছে, এই অভিযোগে সরব হন রবি ঘোষ।

7/9

দুপুরে খেতে বসেও মন্ত্রী বলেন, "লড়াই করে চলছি। আমার জীবনে অনেক ভোট করেছি। এত ইভিএম মেশিন খারাপ আমাদের স্ট্রং জায়গায়!"

8/9

এরপরই তিনি বলেন, "পার্টির মেশিনারি করেছি। ওষুধ দিলে কিছু না কিছু কাজ হয়। আমার ওষুধ থার্ড ডিগ্রি। যত ভালো প্লেয়ার হোক, ওয়ান ডে ম্যাচ পারফর্ম করতে হবে। আমার টেনশন নেই। আমার স্বস্তির খাওয়া।"

9/9

কোচবিহার লোকসভা কেন্দ্রে পরেশ অধিকারীকে প্রার্থী করেছে তৃণমূল। তাঁর বিরুদ্ধে তৃণমূল ত্যাগী নিশীথ প্রামাণিককে প্রার্থী করেছে বিজেপি। যদিও পরেশ অধিকারী বনাম নিশীথ প্রামাণিক নয়, কোচবিহারে ভোটের এই লড়াইটা যেন মূলত রবি ঘোষ বনাম নিশীথ প্রামাণিকের।