নিজস্ব প্রতিবেদন : রাজ্যে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হলেন করোনায়। একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১১২ জন। এখনও পর্যন্ত সংক্রমণের হারের নিরিখে ২৪ ঘণ্টায় এটাই সর্বাধিক আক্রান্তের পরিসংখ্যান পশ্চিমবঙ্গে। একইসঙ্গে বেড়েছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন করোনায় প্রাণ হারিয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২। আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি জানান, ভিন রাজ্যে আটকে থাকাদের ফেরাতে 'এন্ট্রি অ্যাপ' নামে নতুন একটি অ্যাপ এনেছে রাজ্য সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্বরাষ্ট্র সচিব জানান,
- একটা গরিষ্ঠ সংখ্যক মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আগামী কয়েক মাসের জন্য।


- বিভিন্ন সামাজিক পেনশন খাতে ৬০ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন "জয় বাংলা"র মাধ্যমে।


-৬ কোটি বাড়ি ভিজিট করেছেন আশা কর্মীরা।


- রাজ‍্যে এখন ১৫টি ল‍্যাব রয়েছে। এরমধ‍্যে ১০টা সরকারি ও ৫টা বেসরকারি।


- অনুমোদন পেলে আরও ১২টি ল‍্যাব খোলা হবে। 


- প্রতিদিন গড়ে আড়াই হাজার টেস্ট হচ্ছে।


- ডাক্তাররাই ডেথ সার্টিফিকেট লিখবেন প্রোটোকল মেনে।


- MSME সেক্টরের মাধ‍্যমে  বিপুল সংখ্যক মাস্ক, স্যানিটাইজার, PPE তৈরি করার ফলে এই লকডাউনের মধ্যেও বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা গিয়েছে।


- পরিযায়ী শ্রমিক, ছাত্র, পর্যটক বা চিকিৎসার কারণে বাইরে থাকা সবাইকেই ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


- বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম ও অসম সীমান্তে কাউকেই আটকে রাখা হবে না।


- তবে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট প্রভৃতি রাজ‍্য থেকে যাঁরা ফিরছেন, তাঁদের ক্ষেত্রে বিশেষ স্বাস্থ্য ব‍্যবস্থা মেনেই প্রবেশ করতে দেওয়া হবে।


-"এন্ট্রি অ‍্যাপ"-এর মাধ‍্যমে রাজ‍্যে আসার জন‍্য আবেদন করতে পারবেন যাঁরা ভিন রাজ্যে আটকে আছেন। "এগিয়ে বাংলা" ওয়েবসাইটে অ্যাপটি রয়েছে।


- সীমান্ত এলাকার মানুষ উৎকন্ঠায় রয়েছেন। সেক্ষেত্রে সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হচ্ছে। ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ‍্যের ক্ষেত্রে অনেকগুলি ইস‍্যু রয়েছে। ফলে সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।


- রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্ত ১৪৫৬ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১জন। মোট বাড়ি ফিরে গিয়েছেন ২৬৫ জন। এখন চিকিৎসাধীন রয়েছেন ১০৪৭ জন।


- কনটেইনমেন্ট জোনের সংখ্যা প্রতিদিন আপডেট হচ্ছে। কলকাতায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা বেড়েছে। মঙ্গবার ৩১২ থেকে বেড়ে এখন ৩৩৪।


আরও পড়ুন, করোনা আক্রান্ত বউবাজার থানার ওসি, হোম কোয়েরেন্টিনে পাঠানো হল পুলিসকর্মীদের