নিজস্ব প্রতিবেদন : কামালগাজি বাইপাস এলাকা থেকে হেরোইন সহ এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ ৷ ধৃত মহিলা হেরোইনের ডিলার বলে জানা গিয়েছে। ধৃতের কাছ থেকে প্রায় ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে৷ যার বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা ৷ ধৃতের কাছ থেকে হেরোইন ছাড়াও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, কেনাকাটা-নিমন্ত্রণ শেষ, এদিকে বিয়ের আগেই আত্মঘাতী যুবতী


শনিবার সন্ধ্যায় নরেন্দ্রপুর থানার কামালগাজি বাইপাস এলাকা থেকে আজমিরা বিবি নামে ওই গৃহবধূকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানা ও বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশ কর্মীরা। পুলিশ সূত্রে খবর, গড়িয়া এলাকার কন্দর্পপুরের বাসিন্দা ওই গৃহবধূ ও তার স্বামী সিরাজউদ্দিন মোল্লা একসঙ্গেই এই হেরোইনের ব্যবসা করে।


আরও পড়ুন, 'পাকিস্তান মুর্দাবাদ' স্লোগানে মুখর, ব্যবস্থা নেওয়ার দাবিতে রেল অবরোধ অশোকনগরে


স্বামী সিরাজউদ্দিন মোল্লা পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নদিয়া জেলার পলাশিপাড়া থানা এলাকার বড় নালদা থেকে হেরোইন সংগ্রহ করে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে সেই হেরোইন সরবরাহ করা হত। গত দু বছরের বেশি সময় ধরে ওই দম্পতি এই ব্যবসা করে আসছে বলে ধৃত মহিলাকে জেরা করে জানতে পেরেছে পুলিশ।