অর্ণবাংশু নিয়োগী: কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটাই রাজ্যের লক্ষ্য হওয়া উচিত। হাওড়ায় অশান্তির জেরে হওয়া জনস্বার্থ মামলায় এমনই মন্তব্য করল কলকাতা হাইকোর্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পয়গম্বর হজরত মহম্মদ সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে উত্তপ্ত রাজ্যের পরিস্থিতি। হাওড়ার পাঁচলা, উলুবেড়িয়া-সহ রাজ্যের একাধিক জায়গায় ওই মন্তব্যের প্রতিবাদে অশান্তির ঘটনা ঘটেছে। রেল-রাস্তা অবরোধ করে করে জনজীবন স্তব্ধ করে দেওয়া হয়। এনিয়ে ৬টি জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতে আজ ওই মন্তব্য করল প্রধান বিচারপতির নেতৃত্ব গঠিত ডিভিশন বেঞ্চ। আদালতের তরফে বলা হয়, মামলাকারীদের বলব, আপনারা যে দলেরই হোন না কেন সম্প্রীতি রক্ষা করুন।


ওই ঘটনার জেরে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য দিল রাজ্য সরকার। কী আছে ওই রিপোর্টে?


# হাওড়ার ৫ জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে।


#  ১৭টি FIR দায়ের হয়েছে।  ৯৯ জন গ্রেফতার হয়েছেন।


#হাওড়া গ্রামীণে ৯টি  FIR হয়েছে, ৩৮ গ্রেফতার।


#বারাসাতের ৩টি জায়গায় অশান্তি হয়েছে, ৪ টি FIR হয়েছে, ৫ গ্রেফতার। 


#মুর্শিদাবাদের ৩টি জায়গায় অশান্তি, ৫ টি FIR, ১৮ জন গ্রেফতার। 


#জঙ্গিপুরের ১টি জায়গায় অশান্তি হয়েছে, ৩টি FIR হয়েছে, ৩০ জন গ্রেফতার।


# কৃষ্ণনগরের ৩ জায়গায় অশান্তি, ৩ FIR, ২৫ গ্রেফতার।


#খড়গপুরের ১টি জায়গায় অশান্তি, ১ টি FIR, ৩ জন গ্রেফতার।


#ডায়মন্ড হারবারে ১টি FIR হয়েছে, ১৭ জন গ্রেফতার।


#শিয়ালদহের ১ টি জায়গায় অশান্তি, ১ টি FIR, ১ জন গ্রেফতার।


# বিধাননগরে ১ টি FIR হয়েছে।
 
# ভিডিও ফুটেজ নেওয়া হয়েছে। 


# শেষ ৪৮ ঘন্টায় কোন ঘটনা ঘটেনি।


আদালতে মামলাকারিদের বক্তব্য


#যাদের গ্রেফতার করা হয়েছে তাদের একটা অংশ এই অশান্তির ঘটনায় যুক্ত ছিল না বলে আমাদের ধারণা।
 
#প্রতিবাদের নামে সাধারণ মানুষের ভোগান্তি কেন হবে?


#নাগরিকদের নিরাপত্তা রাজ্যের দায়িত্ব।
 
#রাজ্য অশান্তি করার সুযোগ করে দিয়েছে।
 
#এই ঘটনা পূর্বপরিকল্পিত।
 
#সমস্ত রাজনৈতিক - ধর্মীয় মিছিল বন্ধ করা প্রয়োজন। কোন মিছিলের অনুমতি যেন না দেওয়া হয়।
 
#অবিলম্বে সেনা নামানো উচিত। নাহলে অদূর ভবিষ্যতে আবারও অশান্তি হতে পারে।
 
#অন্য রাজ্যে আমরা বুলডোজার দেখেছি, এখানে আমরা সেটা চাইনা, আমরা চাই আইন মেনে সব হোক।


আরও পড়ুন-আগামী সাড়ে ৩ মাস কলকাতার রাস্তায় খোঁড়াখুঁড়ি বন্ধ, কড়া নির্দেশিকা পুরসভার


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)