পাড়ুইকাণ্ডের তদন্ত করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের সিঙ্গল বেঞ্চের রায়ে খুশি সাগর ঘোষের পরিবার। পাড়ুই হত্যা মামলায় হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ায় খুশি নিহত সাগর ঘোষের পুত্র হৃদয় ঘোষ। তাঁর মতে, অবশেষে ন্যায় বিচার মিলল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পারুইকাণ্ডে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিলেও আতঙ্ক এখনও কাটেনি। দাবি নিহত সাগর সাগর ঘোষের স্ত্রী ও পুত্রবধূর।


আইন আইনের পথেই চলবে। পাড়ুইকাণ্ডে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর  মন্তব্য বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের।


পারুইকাণ্ডে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে স্বাগত জানিয়েছে বিরোধীরা। সিটুর রাজ্য সভাপতি শ্যামল চক্রবর্তীর মতে, এই রায়ের হাত ধরেই রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ফিরবে।  বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্যের প্রতিক্রিয়া, রাজ্যে যে কোনও আইনের শাসন নেই, আদালতের রায়ে সেটা ফের প্রমাণিত।


এদিকে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য । সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তাঁর অভিযোগ, এভাবে বারবার জনগনের টাকা অপচয় করছেন মুখ্যমন্ত্রী।



গত পঞ্চায়েত ভোটের সময় পাড়ুইয়ে খুন হন সাগর ঘোষ। তাঁর পরিবারের অভিযোগ, এরপর থেকে তাঁদের বারবারই হুমকির মুখে পড়তে হয়েছে। সাগর ঘোষের ছেলে বিক্ষুব্ধ তৃণমূল কর্মী হৃদয় ঘোষের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা রুজু হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।