পিয়ালী মিত্র: রাত পোহালেই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। কলকাতার উদ্ধার বিপুল পরিমাণ নগদ! কত? ৫৪ লক্ষ। ৩ জনকে গ্রেফতার করল পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Mamata Banerjee Health Update: কী ভাবে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী? তাঁর চোটের পিছনে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য...


ঘটনাটি ঠিক কী? শিয়রে লোকসভা ভোট। শহরের বেআইনি আর্থিক লেনদেন রুখতে তৎপর পুলিস। বিভিন্ন জায়গায় নজরদারি চালাচ্ছেন লালবাজারে গুন্ডাদমন শাখার আধিকারিকরা।


পুলিস সূত্রের খবর, বুধবার বড়বাজার থানার এলাকার  মহর্ষি দেবেন্দ্রনাথ রোড থেকে এক ব্য়ক্তিকে গ্রেফতার করা হয়। নাম, সৌরভ সিং। তাঁর কাছে থেকে নগদ ১৪ লক্ষ ৩২ হাজার টাকা উদ্ধার করে পুলিস। বাদ যায়নি পোস্তা ও বউবাজার। পোস্তার কালীকৃষ্ণ টেগোর রোড থেকে গ্রেফতার করা হয় চন্দ্রমোহন ঠাকুর নামে এক ব্যক্তিকে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের বাসিন্দা তিনি। ধৃতের কাছে পাওয়া গিয়েছে ১০ লক্ষ। বউবাজারে ৩০ লক্ষ টাকা-সহ ধরা পড়েছে প্রদীপ সিং নামে আরও একজন।



আরও পড়ুন:  St.Joan's School: প্রতিভা এবং সৃজনশীলতার উদযাপনে ২৫৬ তরুণ...


এদিকে আগামীকাল, শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে। কখন? নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, দুপুর ৩টেয় সাংবাদিক সম্মেলনে হবে নয়াদিল্লির বিজ্ঞানভবনে। সেই সাংবাদিক সম্মেলনটি কমিশনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে লাইভ-স্ট্রিম করা হবে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)