নিজস্ব প্রতিবেদন : গুন্ডা দিয়ে পুলিস কর্মী স্বামীকে পেটানোর অভিযোগ উঠল স্ত্রীয়ের বিরুদ্ধে। এই ঘটনায় বউবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন পেশায় পুলিসকর্মী স্বামী সৌম্যজিত সরকার।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লালবাজারে হোমগার্ডের চাকরি করেন সৌম্যজিত সরকার। সৌম্যজিতের অভিযোগ, শুক্রবার রাতে স্থানীয় কিছু দুষ্কৃতীকে নিয়ে বাড়িতে চড়াও হন তাঁর স্ত্রী সৌরাঙ্কি সরকার। যদিও, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন সৌরাঙ্কি। পাল্টা সৌম্যজিতের বিরুদ্ধেই অভিযোগ করেছেন তিনি। বিয়ের পর থেকেই সৌম্যজিত তাঁর উপর অত্যাচার চালাচ্ছে বলে উল্টে অভিযোগ করেছেন সৌরাঙ্কি।


আরও পড়ুন, নাইট ডিউটির সুযোগে জেলের মধ্যেই রমরমা কারবার ডাক্তারের, আয়ের অঙ্ক চমকে ওঠার মতো


পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৬-র ডিসেম্বরে বিয়ে হয় সৌম্যজিত ও সৌরাঙ্কির। বিয়ের পর থেকেই অশান্তি লেগেই ছিল দুজনের মধ্যে। মার্চ মাসে বাড়ি ছেড়ে চলে যায় সৌরাঙ্কি। এরপরই শুক্রবার রাতে গুন্ডা নিয়ে সৌরজিতের উপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে সৌরাঙ্কির বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় বউবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন সৌম্যজিত।