অর্ণবাংশু নিয়োগী: প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় আপাতত সুযোগ নয়। চাকরিরতদের ইন্টারভিউতে স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কতদিন? যতদিন না মামলার নিষ্পত্তি হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেদিন ছিল দুর্গাপুজোর চতুর্থী। প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ। এরপর ২১ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত টেটে নিয়োগের আবেদন প্রক্রিয়া চলে অনলাইনে। পরে অবশ্য আবেদনের সময়সীমা বাড়ানো হয় আরও ৭ দিন। এমনকী, ২৭ ডিসেম্বর প্রথম পর্যায়ে ইন্টারভিউও দিয়েছেন কলকাতার প্রার্থীরা।


তাহলে? প্রাথমিকে চলতি নিয়োগে চাকরিরতদেরও সুযোগ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন ২০১৭ সালে টেট উত্তীর্ণ বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। তাঁদের বক্তব্য, ২০১৬ ও ২০১৭ সালে যখন প্রাথমিকে নিয়োগ হয়, তখন চাকরিরতদের সুযোগ দেওয়া হয়নি। এবার যদি সুযোগ দেওয়া হয়, তাহলে প্রতিযোগিতা আরও বাড়বে। চাকরিরতদের বাদ দিয়ে শুধুমাত্র টেট উত্তীর্ণদেরই নিয়োগের দাবি জানিয়েছেন মামলাকারীরা। 


আরও পড়ুন: SSC, CBI: জেলবন্দি এসপি সিনহার ফ্ল্যাটে বিপুল পরিমাণ টাকা, সোনা....


এদিকে ২০০৯ সালে দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিকে ১৮৩৪টি শূন্য়পদে নিয়োগের জন্য় পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু মেধাতালিকায় নাম ছিল   ১৫০৬ জনের! অভিযোগ, বাকি ৩২৮টি শূন্য় পদে নিয়োগ হয়নি। স্রেফ শূন্য়পদ পূরণ নয়, এদিন ৫ শতাংশ বেশি অর্থাৎ আরও ৯২ জনকে নিয়োগেরও নির্দেশ দিল হাইকোর্ট।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)