নিজস্ব প্রতিবেদন: একুশের বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই শাসকদলের বিরুদ্ধে হিংসার অভিযোগে সরব রাজ্য বিজেপি। এই ইস্যুতে একাধিকবার দিল্লিতে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি দিলীপ ঘোষরা। তবে এবার আর একা একা নয়, যৌথ ভাবে দিল্লির কাছে দরবার করতে চলেছে রাজ্য বিজেপি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, ভোট পরবর্তী হিংসার অভিযোগে শীঘ্রই দিল্লি যেতে পারে বিজেপি বিধায়কদের একটি দল। কেন্দ্রীয় সরকারের কাছে বিশদে সমস্ত ঘটনা তুলে ধরবেন তাঁরা। প্রয়োজনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ অন্যান্য মন্ত্রীদের সঙ্গেও দেখা করবেন তাঁরা। গোটা কর্মকাণ্ডে নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


আরও পড়ুন: কত দিন হল এ রাজ্যে গা ঢাকা দিয়েছে JMB জঙ্গি সাবির-নাজিউররা? জানলে চমকে যাবেন


আরও পড়ুন: সীমান্ত টপকে ভারতে ১৫ Jamat জঙ্গি, টার্গেট কারা? জেরায় মিলল বিস্ফোরক তথ্য


ইতিমধ্যে, বেশ কয়েকবার দিল্লি গিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন তিনি। বিজেপি সূত্রে খবর, এবার আর একক ভাবে নয় পরিষদীয় দল নিয়ে সোজা দিল্লির কাছে দরবার করতে চাইছেন বিরোধী দল নেতা।