Jadavpur University: যাদবপুরে `সত্যাগ্রহ` প্রত্যাহার অন্তর্বর্তীকালীন উপাচার্যের
`কর্মচারীদের কথায় অত্য়ন্ত ভরসা পাচ্ছি। তাদের সাধু উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয়ভাবে গ্রহণ করছি। আশা করি, বিশ্ববিদ্যালয় যেমন আছে, তেমনই চলবে`, বললেন উপাচার্য।
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: ৮ ঘণ্টারও বেশি সময় পার। যাদবপুরে অবশেষে 'সত্যাগ্রহ' প্রত্যাহার করে নিলেন অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। বললেন, 'শিক্ষক, কর্মচারীদের কথায় অত্যন্ত ভরসা পাচ্ছি। তাদের সাধু উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয়ভাবে গ্রহণ করছি। আশা করি, বিশ্ববিদ্যালয় যেমন আছে, তেমনই চলবে'।
আরও পড়ুন: Mamata Banerjee: 'বিজেপি গন্ডগোল করতে পারে', পুজোয় মন্ত্রীদের এলাকায় থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর
ঘটনাটি ঠিক কী? যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে এক্সিকিউটিভ কাউন্সিল বা ইসি-র বৈঠক ছিল গতকাল, বুধবার। পড়ুয়ারা দাবি তোলেন যে, হস্টেলে কারা থাকবে, তা যখন নির্বাচন করা হবে, সেই নির্বাচন কমিটিতে আবাসিকদের রাখতে হবে। শুধু তাই নয়, ইসি বৈঠক চলাকালীন প্রায় মধ্যরাত পর্যন্ত বাইরে ধরনায়ও বসেন তাঁরা।
এর আগে, ২৬ সেপ্টেম্বর যখন ইসি বৈঠক হয়েছিল যাদবপুরে, তখনও একই ঘটনা ঘটেছিল। বস্তুত, পড়য়াদের আন্দোলনে জেরে বৈঠক শেষই করা যায়নি! এক্সিকিউটি কাউন্সিলের সদস্যরা সিদ্ধান্ত নেন, এভাবে চললে বিশ্ববিদ্যালয় চালানো মুশকিল। রাতে অরবিন্দ ভবনের সামনে 'সত্যাগ্রহ' শুরু করেন খোদ অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। সঙ্গে ইসি-র সদস্যরা।
আরও পড়ুন: Mamata Banerjee: 'বিজেপি গন্ডগোল করতে পারে', পুজোয় মন্ত্রীদের এলাকায় থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর
অভিযোগ, 'এগজিকিউটিঊ বৈঠকে অন্যায্য দাবি আদায়ের চাপ দিচ্ছে পড়ুয়াদের'। এদিন সকালে অরবিন্দ ভবনের সামনে 'সত্য়াগ্রহে' শুয়ে-বসে ফাইলে সই করতেও দেখা যায় উপাচার্যকে। শিক্ষক, কর্মচারীদের আশ্বাসে সন্ধেয় 'সত্যাগ্রহ' প্রত্যাহার করলেন তিনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)