নিজস্ব প্রতিবেদন: আইপিএল ম্যাচে বেটিং করতে গিয়ে পাকড়াও ভিন রাজ্যের কয়েকজন। শুক্রবার ম্যাচ চলাকালীন বেটিং করার সময় ৭ জনকে ধরে ফেলে কলকাতা পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ক্ষমা চেয়ে শহিদ হেমন্তকে নিয়ে নিজের মন্তব্য ফেরালেন সাধ্বী প্রজ্ঞা


পুলিস সূত্রে জানা গিয়েছে ধৃতরা মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের বাসিন্দা। এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৪টি মোবাইল ফোন। এছাড়াও উদ্ধার করা হয়েছে বেটিং করার বেশকিছু সরঞ্জামও। ধৃতদের বিরুদ্ধে ময়দান থানায় অভিযোগ দায়ের করেছে পুলিস।



শুক্রবার ইডেনে ছিল কলকাতা বনাম বেঙ্গালোরের ম্যাচ। উত্তজনাপূর্ণ ওই ম্যাচে ১০ রানে হারে কলকাতা নাইট রাইডার্স। বেঙ্গালোরের ২১৩ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ২০ ওভারে ২০৩ রানেই শেষ হয়ে যায় নাইটরা। তবে ব্যটিং ধস সামাল দিয়ে দলকে লড়াই করার মতো জায়গায় নিয়ে চলে যান নীতীশ রানা ও আন্দ্রে রাসেল। ৪৬ বলে ৮৫ রান করেন রানা। অন্যদিকে, ২৫ বলে ৬৫ রান করেন রাসেল। তবে শেষরক্ষা হয়নি।


আরও পড়ুন-পাঁচ হাজার বছরের সংস্কৃতিকে সন্ত্রাসী বলেছিল, সাধ্বী প্রজ্ঞাকে নিয়ে বললেন মোদী  


এরকম এক উত্তেজনাপূর্ণ ম্যাচে মাঠে বসেই বেটিং করছিল ওই ৭ জন। এফ ওয়ান ব্লক থেকে তাদের হাতেনাতে ধরে ফেলে পুলিস।