নিজস্ব প্রতিবেদন: বিজেপি নেতা তথাগত রায়ের বাড়িতে মধ্যাহ্ন ভোজে গিয়ে ফের মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন রাজ্যপাল। পাশাপাশি রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দেন জগদীপ ধনখড়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্য-রাজ্যপাল সংঘাত এমন একটা জায়গায় পৌঁছেছে যে বিভিন্ন ইস্যুতে কখনও রাজ্য প্রশাসন, কখনও  মুখ্যমন্ত্রী তো কখনও বিধানসভার অধ্যাক্ষকে বিঁধেছেন রাজ্যপাল। মঙ্গলবার তাঁর অভিযোগ, টানা ২ বছর ধরে কোনও তথ্য দিচ্ছেন না মুখ্যমন্ত্রী। সংবিধানই মানছেন না তিনি। জগদীপ ধনখড় বলেন, 'মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee) সাংবিধানিক দায়িত্ব হল রাজ্যপালকে প্রয়োজনীয় তথ্য দেওয়া। গত ২ বছর তা দেওয়া হচ্ছে না। আমার দেখার দায়িত্ব, রাজ্য সরকার যেন সাংবিধানিক পরিধির মধ্যে থাকে। আশাকরি আমার কথা শোনা হবে।'


রাজ্যপালের ওই মন্তব্যের পর এনিয়ে মুখ খোলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, 'একটাই কথা বলব, পুতুলের দড়িতে টান পড়েছে। তাই ফের একই কথা বলছেন। ছোটবেলায় দেখতাম পুতুল খেলায় পুতুল থেমে গেলে সুতোয় টান দেওয়া হতো। তখন পুতুলটা আবার নাচতে শুরু করত। রাজ্যপাল(Jagdeep Dhankhar) মহোদয় আবার সেটাই করলেন। এটা নতুন কিছু নয়। কিছুদিন আগেই টাইপের একটা ভুলকে নিয়ে টুইট করে তিনি কীভাবে বালখিল্য করেছেন। দেশে এই মূহুর্তে সবচেয়ে জনপ্রিয় ও তিন বারের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে সম্প্রতি বলেছেন, আপনি সাংবিধান জানেন না। এই সরকার ও মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করাই তাঁর একমাত্র কাজ। সেই জন্যই তাঁকে এখানে পাঠানো হয়েছে। কিছুদিন চুপ থাকেন। তারপর ফের যখন তাঁর সুতোয় টান পড়ে তখন ফের এই ধরনের কথা বলেন। তাঁর এই চরিত্র দেখতে দেখতে বাংলার মানুষ বিরক্ত। তাই তৃণমূল বারবার বলছে, এই ধরনের রাজ্যপাল যিনি গণতান্ত্রিক কাঠামোর বিরোধী তাঁকে সরানো হোক।' 


এদিকে, রাজ্যের পরিস্থিতি নিয়েও মিডিয়ার সমালোচনা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বলেন,'আঘাত পাইনি। উদ্বিগ্ন নই। আমি অবাক যে রাজ্যের এরকম একটা সাংবাদিকদের দল রাজ্যের বাস্তব পরিস্থিতি তুলে ধরতে পারছে না। আপনাদের চোখের সামনে গণতান্ত্রিক মূল্যবোধ নেমে যাচ্ছে। মানবাধিকার হরণ হচ্ছে। মানুষের মনে এতটা ভয় যে তারা কথা বলতে পারছে না। আপনাদের সবার এটা ভেবে দেখা উচিত।' 


আরও পড়ুন-Russia-Ukraine War: পরিস্থিতি ভয়ঙ্কর, যে কোনও উপায়ে ২৪ ঘণ্টার মধ্যে ভারতীয়দের কিয়েভ ছাড়ার নির্দেশ


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)