নিজস্ব প্রতিবেদন: টিকাকাণ্ডে শাসক দলকে নিশানা করছেন বিজেপি নেতারা (BJP)। কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবিতে স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধনকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvedu Adhikari)। এবার তালতলার রবীন্দ্রমূর্তির ফলক নিয়ে নেটমাধ্য়মে তরজায় জড়ালেন তৃণমূলের বর্তমান ও প্রাক্তনী। ফলক নিয়ে শাসককে বিঁধে কটাক্ষ করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari)। বোঝাতে চাইলেন, 'প্রমাণ লোপাটেই ভাঙা হয়েছে ওই ফলক'। তার জবাব দিলেন অরূপ চক্রবর্তী (Arup Chakraborty)।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তালতলার রবীন্দ্রমূর্তির ফলকে ফিরহাদ হাকিমের সঙ্গে নাম ছিল টিকাকাণ্ডের পাণ্ডা দেবাঞ্জন দেবের (Debanjan Deb)। 'পুরসভার যুগ্মসচিব' হিসেবে লেখা ছিল তাঁর পরিচয়। শুক্রবার সেটি ভেঙে ফেলে পুরসভা। অক্ষত ও ভাঙা ফলকের ছবি পাশাপাশি দিয়ে ফেসবুকে পোস্ট করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। সঙ্গে খোঁচা,'ভূগোল থেকে পিছলে গিয়ে হিস্ট্রি, ভাঙ্গা সাহস জুড়ে দেওয়ার দৃষ্টি।'        



ওই পোস্টের মন্তব্যে 'ছান্দিক জবাব' দিয়েছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী (Arup Chakraborty)। শক্তি চট্টোপাধ্যায়ের 'অবনী বাড়ি আছো' কবিতার সৃজনশীল বদল করে তিনি লিখেছেন,'কয়লা মাফিয়া আগে ছিল যারা,তাদের ঘরে ইডির কড়া নাড়া, বাবুল ডাকে, জিতেন বাড়ি আছো?'   


   


    


ফলক-বিতর্কে এ দিন কলকাতা পুরসভার পুর প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান,'ফলক লাগানোর জন্য ওঁর কাছে কোনও ওয়ার্ক অর্ডার নেই। কে ফলক লাগাচ্ছে, কে ভাঙছে এটা আমার জানার কথা নয়। ফলক কেলেঙ্কারির কী আছে?'


আরও পড়ুন- 'ঘরে' ফেরার পর পদ্মে ভাঙন ধরাতে রবি-প্রাতে নিজের কেন্দ্রে Mukul


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)