নিজস্ব প্রতিবেদন: 'শুনলো মোদী, শুনলো যোগী, হাম ক্যায় মাঙ্গে'  সমস্বরে স্লোগান উঠছে 'আজাদি'। JNU-তে হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিছিল করল এসএফআই। ওই মিছিলে যোগ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অশিক্ষক কর্মচারীরা। মিছিল থেকে বুধবার, ৮ জানুয়ারি ধর্মঘট সফল করার ডাক দেওয়া হয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার যাদবপুর ক্যাম্পাসে মিছিলের ডাক দিয়েছিল সিপিএমের ছাত্র সংগঠন SFI। মিছিলে যোগ দিয়েছিলেন ছাত্রছাত্রী থেকে শিক্ষক-অশিক্ষক কর্মীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট থেকে শুরু হয় মিছিল। এইটবি ঘুরে মিছিল আবার ফিরে আসে ৪ নম্বর গেটে। আজাদি ও হল্লাবোল স্লোগানে গর্জে ওঠেন ছাত্রছাত্রীরা।  এদিনই হাজরা থেকে নিজাম প্যালেস পর্যন্ত মিছিল করে বাম পড়ুয়ারা।   


রবিবার জেএনইউ ক্যাম্পাসে হামলা চালানোর অভিযোগ উঠে এবিভিপি-র বিরুদ্ধে। মুখোশধারী শখানেক দুষ্কৃতীর হামলায় গুরুতর জখম হয়েছেন জেএনইউ ছাত্র সংসদের (JNUSU) সভানেত্রী ঐশী ঘোষ-সহ কমপক্ষে ৩১ জন পড়ুয়া ও অধ্যাপক-অশিক্ষক কর্মী। লোহার রড দিয়ে আঘাত করা হয়েছে ঐশীকে। তাঁর মাথায় পড়েছে ১৬টি সেলাই। 



বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিলেন উপাচার্য মামিদালা জগদীশ কুমার। তিনি বলেন,''৫ জানুয়ারি, রবিবার বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে কোনও বিষয়ে বিতর্ক ও আলোচনার পরিসর রয়েছে আমাদের ক্যাম্পাসে । হিংসা সমাধানের পথ নয়। পরিস্থিতি স্বাভাবিক করতে সবরকম চেষ্টা করব।'' 


আরও পড়ুন- এ দেশে মাথা ফাটলে এফআইআর আর অবাধে ঘোরে দুষ্কৃতীরা : JNU নিয়ে অপর্ণা সেন