জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বপ্নদীপের বাড়িতে বগুলায় এদিন তৃণমূলের প্রতিনিধি দল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে ৫ সদস্যের তৃণমূলের প্রতিনিধি দল বগুলায় যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর বাড়িতে যায়। প্রতিনিধি দলে রয়েছেন ব্রাত্য বসু, কাকলি ঘোষ দস্তিদার, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য ও সায়নী ঘোষ। বগুলা রওনা দেওয়ার আগে ব্রাত্য বসু বলেন, 'মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিবারকে সমবেদনা জানাতে এবং আমাদের সরকার ও দল যে সর্বতোভাবে তাঁদের পাশে আছে, সেই বার্তা দিতেই আমরা ৫ জন যাচ্ছি। অভিষেক বলেছেন, দলগত ও সরকারগতভাবে পরিবারের পাশে থাকতে।'  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একইসঙ্গে ব্রাত্য বসু বলেন, 'প্রশাসন তার কাজ করবে। এটাতো কাম্য ছিল না। এখানে দিনের পর দিন এক ধরনের নৈরাজ্যকে প্রশ্রয় দেওয়া হয়েছে। বছর ছয়েক আগের হোক কলরবের নেতৃস্থানীয়েরা এখন কোথায়? তাদের কজন লস অ্যাঞ্জেলেস, কজন ব্যাঙ্গালোর, কজন কাঁচরাপাড়ায়? যাদবপুর নিয়ে তাঁদের কী কনসার্ন? যাদবপুর প্রথম প্রাক্তনীদের জন্য একটা সিএসআর তহবিল গঠন করেছিল। হোক কলরবের নেতৃত্বরা তাদের কত অনুদান সেই তহবিলে পাঠিয়েছেন? সেটা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখলেই বোঝা যাবে। বিশ্ববিদ্যালয়ের প্রতি, ছাত্রদের প্রতি, শিক্ষক-উপাচার্যের প্রতি কোনও দরদ, সম্মান নেই । সবমিলিয়ে একটা নৈরাজ্যজনক অবস্থা। যেকোনও পন্থা ওখানে থাকতে পারে। কোনও পন্থা নিয়ে আমাদের আপত্তি নেই। কিন্তু একটা মফঃস্বলের ছেলে যখন পড়তে আসে, ভাল ইংরাজি হয়ত জানে না, কোথাও হয়ত আমাদের দলনেত্রীর প্রতি তাঁর শ্রদ্ধা বা ভালোবাসা আছে, তাকে দেখলেই রে রে করে ঝাঁপিয়ে পড়া! এই যে যাদবপুরের একাংশের এই ধরণের প্রবণতা হয়ে গিয়েছে, স্তালিন এবং মাওয়ের নাম করে, এমন একটা ব্যাপার যেন স্তালিনের নাম না করলে খুন করা যায়, ওপর থেকে ছাত্র ফেলে দেওয়া যায়, আমাদের রাজ্যের সচেতন নাগরিক এই নৈরাজ্য পুরোটাই বুঝতে পারছেন।'


শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর এই মন্তব্যে পরই পালটা জবাব দিয়েছেন এসএফআই-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। সৃজন বলেন, 'হোক কলরবের নেতা ছিলেন তন্ময় ঘোষ। এই তন্ময় ঘোষ এখন তৃণমূলের মুখপাত্র। ব্রাত্য বসুকে প্রগলভতা কম করতে বলুন। বাম গন্ধ মেখে এরা তৃণমূলের দালালি করে। আমি নামগুলো বলব নাকি ব্রাত্য বসুকে? যারা আজকেও গ্রেফতার হয়েছেন, তারা কারা? এতদিন যাদবপুর থানা কি করছিল? নেকু-পুশু নাকি? ঝুলি থেকে বেড়াল বেরিয়ে গিয়েছে!' 


আরও পড়ুন, JU Student Death: স্বপ্নদীপের মৃত্যুতে গ্রেফতার ছেলে! কী বলছে অসিত-অঙ্কনের মায়েরা?


JU Student Death: সাদাসিধে ছেলে; পরোপকার করতে গিয়েই গ্রেফতার আসিফ, দাবি মা ইসরতের



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)