জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আলোচনার রাস্তায় কি বন্ধ? 'আমরা এখনও অপেক্ষায়', সাংবাদিক বৈঠকে বললেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারা। জানালেন, 'খোলা মনে ৩০ জন প্রতিনিধিকে নিয়ে আলোচনা করতে চাই। খোলা মনে আলোচনার জন্যই লাইভ চেয়েছি'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  RG Kar Incident: আরজি কর কাণ্ডে CBI-র তলব, সিজিও কমপ্লেক্সে ডিসি নর্থ অভিষেক গুপ্তা!


রীতিমতো স্নায়যুদ্ধ চলছে। সরকার যখন আলোচনার প্রস্তাব দিচ্ছে, তখন নিজেদের ৫ দফায় দাবিতেই অনড় জুনিয়র ডাক্তাররা। এদিন রাতে স্বাস্থ্য ভবনের সামনে ধরনাস্থলে আন্দোলনকারী বলেন, 'চন্দ্রিমা ভট্টাচার্যের মন্তব্য বেদনাদায়ক।  ৯৩ হাজারের মধ্যে জুনিয়র ডাক্তারদের সংখ্যা সাড়ে ৭ হাজার।  স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়লে দায় স্বাস্থ্য দফতরেরই। কেমন পরিকাঠামো তাহলে'? তাঁদের কথায়, 'ভোর ৩টে ৪৯ এ মেল। আমাদের ঘুম নেই। যারা এরমধ্যে রাজনিতি দেখছেন, তারাই আসলে রাজনীতি করছেন। আমরা এখনও অপেক্ষায়। আপনারা নবান্নের এসিতে হতাশ। আমরাও রাজপথে হতাশ। আমরা আশা করেছিলাম সরকার মান্যতা দেবেন। মান্যতা দিলে কাজে ফিরব'।


এর আগে, আজ বুধবার আলোচনার বসার জন্য জুনিয়র ডাক্তারদের ফের চিঠি দেন মুখ্যসচিব মনোজ পন্থ। কিন্তু বৈঠকে বসার জন্য পাল্টা শর্ত দেন আন্দোলনকারীরা। এরপর নবান্নে সাংবাদিক বৈঠকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'আসলে রাজনীতি লুকিয়ে রয়েছে বলেই এই ধরনের ঘটনাপ্রবাহ। আজও তাদের আসার কথা ছিল। কিন্তু তারা কিছু শর্ত দিলেন। জনসাধারণের কাছে স্পষ্ট করে দিতে চাই রাজ্য সরকার চাইছে খোলা মনে আলোচনা করতে। কোনও শর্ত রেখে নয়। খোলা মন ও শর্ত একসঙ্গে চলে না। অর্থাত্‍ খোলা মন নেই। পেছনে হয়তো রাজনীতির খেলা রয়েছে। তাই শর্ত আরোপ করা হয়েছে'।


আরও পড়ুন:  Chandrima Bhattacharya: শর্ত রেখে আলোচনা নয়, খোলা মনে আসুন, জুনিয়র ডাক্তারদের বার্তা নবান্নর


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)