নিজস্ব প্রতিবেদন: নবান্নে বৈঠকে যাবেন না চিকিত্সকরা। জিবির বৈঠকের পরও নিজেদের দাবিতে অনড় থাকলেন জুনিয়র ডাক্তাররা। আলোচনা হবে NRS-এই।  ডাক্তারদের চিকিত্সার পরিবেশ সুনিশ্চিত না করলে, কোনও আলোচনা হবে না বলে জানিয়ে দিয়েছেন তাঁরা। নবান্নে কোনও প্রতিনিধিও যাচ্ছেন না। ফের সাংবাদিকদের সামনে বললেন, “আমাদের ওপর আক্রমণের ঘটনা নিন্দনীয়। কোনও প্রতিনিধি নবান্নে যাচ্ছে না।”


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের রফাসূত্র পেতে দফায় দফায় বৈঠক হয়। ইতিমধ্যেই NRS-এর অ্যাকাডেমিক বিল্ডিং-এ যৌথমঞ্চের বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা। তবে বেশ কিছু কারণে বৈঠক পিছিয়ে গিয়েছে। অন্যদিকে অচলাবস্থা কাটাতে হাসপাতাল কর্তৃপক্ষদের সঙ্গে বৈঠকে বসে IMA (ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন) প্রতিনিধি দল।