নিজস্ব প্রতিবেদন: সিপিএম প্রার্থী ফৈয়াজ আহমেদ খানের উপরে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হেস্টিংসের কয়েকটি বুথে ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে সেখানে যেতেই তাঁর উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দুপুরে ৭৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী ফৈয়াজ আহমেদ খান খবর পান হেটিংসের মেরিন হাউসে ৪টি বুথে চাপ্পা ভোট চলছে। খবর পেয়েই সেখানে ছুটে যান ফৈয়াজ। অভিযোগ, তখনই তাকে ঘিরে ধরে মারধর করে তৃণমূল সমর্থকরা। তার গাড়ি ভাঙচুর করা হয়। সেই ঘটনার প্রতিবাদে খিদিরপুর মোড়ে রাস্তা অবরোধ করে ধর্নায় বসে যান সিপিএম প্রার্থী ও দলের সমর্থকরা।


তাঁর উপরে হামলা নিয়ে ফৈয়াজ আহমেদ খান বলেন, খবর পেলাম ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে। মেরিন হাউসে যাওয়ার পরই তৃণমূলের ১৫০-২০০ তৃণমূলের গুন্ডা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লাগান দিতে দিতে এগিয়ে আসে। পুলিস তাদের মেরিন হাউসের গেট খুলে দেয়। তারপর বুথে ঢুকে আমাদের পোলিং এজেন্টকে মারধর শুরু করে। আমি বাঁচাতে গেলে আমাকে মাটিতে ফেলে বুথের মধ্যেই ব্যাপক মারধর করে। এরপর রাস্তার বাইরে নিয়ে এসেও মারে। কোনওরকমে প্রাণ বাঁচিয়ে গাড়িতে উঠে পড়ি। ওরা গাড়িও ভাঙচুর করে। প্রাণে মেরে ফেলার পরিকল্পনা করেছিল। কোনওরকমে প্রাণে বেঁচে ফিরেছি।


আরও পড়ুন-অচেনা ছবি বড়তলা থানায়, একসঙ্গে অবরোধে সামিল বিজেপি, কংগ্রেস, সিপিএম


ফৈয়াজ বলেন, এসব করেছে তৃণমূলের গুন্ডাবাহিনী। এই এলাকায় কাউকে প্রার্থী করতে পারেনি। বাইরে থেকে লোক এনেছে। ওরা জানে ওরা জিততে পারবে না। তাই বাইরের গুন্ডা নিয়ে এসে বুথ দখল করছে। আর ওইসব গুন্ডাদের গেট খুলে ভেতরে ঢুকিয়েছে। পুলিস সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। গোটা ঘটনা কমিশনকে জানাব। এলাকার সব বুথ দখল করে নিয়েছে এরা। মানুষকে ভোট দিতে দেয়নি। আমি পুনর্নির্বাচনের দাবি করছি। 


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)