নিজস্ব প্রতিবেদন: শীতকালে যে আয়োজনের জন্য সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, সেই বইমেলা অবশেষে এসেই গেল। জানুয়ারি শুরু। শুরু কলকাতা আন্তর্জাতিক বইমেলার তোড়জোড়। এবারের বইমেলা আরও অভিনবভাবে আসতে চলেছে। এবারের বইমেলার ফোকাল থিম ফ্রান্স। উদ্বোধনে হাজির থাকবেন ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী ও স্বনামধন্য সাহিত্যিকরা। মিলন মেলার বদলে এবার সল্টলেকের সেন্ট্রাল পার্কে বসছে বইমেলার আসর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : জম্পেশ ঠান্ডার সঙ্গে কনকনে হাওয়ার জোড়া ফলায় আজও থরহরিকম্প কলকাতা


প্রায় ১৫ হাজার বর্গফুট জায়গা জুড়ে তৈরি হচ্ছে ফরাসী প্যাভেলিয়ন। বইমেলায় অংশ নিতে হাজির থাকবেন সেদেশের ১০ বিখ্যাত সাহিত্যিক। সোমবার দিল্লিতে বইমেলার খুঁটিনাটি ঘোষণা করলেন গিল্ড সভাপতি ত্রিদিব চ্যাটার্জি।


আরও পড়ুন : মারকুটে মেজাজে শীত, জেলাগুলিতে ঠান্ডায় জবুথবু দশা