নিজস্ব প্রতিবেদন: ভ্যাকসিন, সিবিআই অফিসার, চিকিৎসকের পর এবার ভুয়ো কলসেন্টারের খোঁজ পাওয়া গেল কলকাতাতেই। বিশ্বখ্যাত সংস্থা অ্যামাজনের নামে মহানগরের বুকে কলসেন্টার খুলে সেখান থেকেই চলত জালিয়াতির কাজ। সোমবার সন্ধ্যেয় এই কলসেন্টারে হানা দিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিস৷ 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার তারাতলার Webel আইটি পার্কে হানা দেয় কলকাতা পুলিস। অফিসারদের একটি দল নিয়েই এই তল্লাশি চালানো হয়৷ সেই অফিসে গিয়ে তাজ্জব বনে যায় পুলিস। দেখা যায় একটি রুমে বসেই এই জালিয়াতির ছক সাজিয়ে চলেছে তারা। রয়েছে একাধিক কম্পিউটার, টেলিফোন এবং নানা গ্যাজেটস। 


আরও পড়ুন, 'কমিটির সদস্যরা BJP ঘনিষ্ঠ', NHRC-র রিপোর্ট নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যের


পুলিস সূত্রে খবর, ওই অফিসে কর্মরত ব্যক্তিদের চাপ দিতেই বেরিয়ে আসে সত্য। জানা গিয়েছে একাধিক কম্পিউটার ব্যবহার করে তারা এই কাজ করেছেন। ব্রিটেনের ব্যক্তি সেজে এই কাজ করতেন তারা৷ নিজেদের তারা অ্যামাজন কাস্টমার কেয়ারের লাইফ স্টাইল সার্ভের কর্মী বলে পরিচয় দেন তারা। 


এই ঘটনায় গ্রেফতার হয়েছে ১১ জন ব্যক্তি। এরা হলেন মহ. আপ্পু তাসফিন, মহ. আলি, মির্জা রিয়াজ, কাশিফ হাসান, মির্জা শাহনাওয়াজ, শেখ জাসিম, বাবলু প্রসাদ, তৌসিফ আলি, মহ. শাহবাজ, শাহিদ আফ্রিদি এবং অভিজিৎ ঘোষ। এদের সকলকেই মঙ্গলবার আদালতে তোলা হবে বলে জানান হয়েছে৷