নিজস্ব প্রতিবেদন : রবিবার ১০৮ পুরসভার (Municipal Election 2022) ভোট। পুরভোটে কেন্দ্রীয় বাহিনী (Central Force) প্রয়োজন কি না? কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কি হবে না? সেই নিয়ে সিদ্ধান্ত কমিশনের উপরই ছাড়ল কলকাতা হাইকোর্ট। আদালতের স্পষ্ট নির্দেশ, কমিশন ১০৮টি পুরসভার বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখবে। রাজ্যের DG, IG-দের সঙ্গে আলোচনা করবে। কমিশন-ই সিদ্ধান্ত নেবে যে, পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে কি না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাশাপাশি, যদি কেন্দ্রীয় বাহিনী ছাড়া নির্বাচন (Municipal Election 2022) হয়, তাহলে কোনও অশান্তি হলে দায়ী থাকবেন কমিশনার। এমনটাই জানিয়েছে আদালত। কেন্দ্রীয় বাহিনী (Central Force) নিয়ে ১২ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের এই নির্দেশের পরই তাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। সূত্রের খবর, বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই এই বিষয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছে। এদিন হাইকোর্ট কমিশনকে আরও বেশ কিছু নির্দেশও দিয়েছে। আদালত বলেছে, নির্বাচনের সময়কালে সরকারি প্রকল্পের দিকে নজর রাখতে হবে কমিশনের। কমিশন দেখবে সরকারি কোনও প্রকল্প নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে কিনা। যদি এমন হয়, তবে সেটা চলতে পারে না।


প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি ৪ পুরনিগমের ভোটেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কি হবে না, সেই সিদ্ধান্ত কমিশনের ঘাড়েই ছেড়েছিল হাইকোর্ট। কোনও অশান্তি হলে সেক্ষেত্রেও কমিশনার ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন বলে নির্দেশ দিয়েছিল আদালত। ১২ ফেব্রুয়ারির ভোটে অবশ্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়নি কমিশন। এবার দেখার ১০৮ পুরসভার ভোটে কমিশন কী সিদ্ধান্ত নেয়। ২৭ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে ১০৮ পুরসভা নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। ফল ঘোষণা ২ মার্চ।


আরও পড়ুন, Jamalpur: 'ওরা চোর, ওদের চিনে রাখুন', কোমরে দড়ি বেঁধে ২ যুবককে গ্রাম ঘোরাল পুলিস!


Anish Khan Death Case: আনিসের দাদাকে হুমকি ফোন! সিবিআই তদন্তের দাবিতে অনড় পরিবার


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)