অয়ন ঘোষাল: মহানগরে ১ এপ্রিল থেকেই বেড়ে গেল পার্কিং ফি। প্রতি ঘণ্টায় বাইকের ক্ষেত্রে পার্কিং ফি ৫ টাকা থেকে বেড়ে হল দশ টাকা। ৪ চাকার গাড়ির ক্ষেত্রে দশ টাকা হল ২০টাকা। ২ ঘণ্টা পর ২টি ক্ষেত্রেই দ্বিগুণ হারে বাড়বে পার্কিং ফি। অর্থাত্‍ গাড়ির ক্ষেত্রে ২০ টাকা হবে ৪০ টাকা। ৩ ঘণ্টা হলেই তা হয়ে যাবে ৮০ টাকা। এতদিন বাস, লরি পার্কিংয়ের ক্ষেত্রে ২০ টাকা দিতে হত। কিন্তু নতুন ফি কাঠামোয় দিতে হবে ৪০ টাকা। ২০২৩-২৪ অর্থ বর্ষের বাজেটে ফি বাড়ানোর সিদ্ধান্তে শিলমোহর পড়ে। অবশেষে সেই সিদ্ধান্তই শনিবার থেকে রূপায়িত হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Tiljala Minor Girl Murder case: NCPCR চেয়ারপার্সনকে হেনস্থা, মাধরের অভিযোগ! তিলজলা থানার ওসির বিরুদ্ধে FIR


এদিকে পার্কিং ফি বাড়লেও চিন্তা যাচ্ছে না বেআইনি পার্কিং নিয়ে। খোদ কলকাতা পুরনিগমের নিজস্ব তথ্য বলছে, শহরের প্রায় ৩৫ থেকে ৩৮ শতাংশ রাস্তা বেআইনি পার্কিংয়ের দখলে চলে গিয়েছে। অভিযোগ, বছরের পর বছর ধরে প্রতিটি বেআইনি পার্কিং লট নিয়ন্ত্রণ করছে ক্ষমতায় থাকা দলের ইউনিয়নগুলি। শহরের প্রায় প্রতিটি কোণে কোণে এখন বেআইনি পার্কিংয়ের রমরমা। এর মোকাবিলা করার ব্যাপারে শীঘ্রই বৈঠকে বসছে পুরসভা। ২০২৩-২৪ অর্থ বর্ষের বাজেটে ফি বাড়ানোর সিদ্ধান্তে সিলমোহর পড়ে। অবশেষে সেই সিদ্ধান্তই আজ থেকে রূপায়িত হচ্ছে।


অন্যদিকে বাস বা লরির ক্ষেত্রে ৪ ঘণ্টা পার্কিং করলে এখন থেকে দিতে হবে ২৪০ টাকা। পাঁচ ঘণ্টার বেশি হলেই নেওয়া হবে ৩২০ টাকা। আর এই সময়সীমা পার করলেই ঘণ্টা পিছু দিতে হবে ২০০ টাকা। পার্কিং করা গাড়ী চালকদের একাংশ পুরসভার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ। পাশাপাশি, পার্কিং ফি আদায়ে নিযুক্তরাও এর জেরে কথা কাটাকাটির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না। পার্কিং কর্মীদের দাবি, বৈধ পার্কিংয়ের পাশেই শহরের একাধিক রাস্তায়, এমনকী ঘিঞ্জি সরু গলিতেও থরে থরে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে ট্রাফিক পুলিসকে ফাইন করে থাকে। 


তবে বেআইনি পর্কিং নিয়ে অভিযোগ, বছরের পর বছর ধরে প্রতিটি বেআইনি পার্কিং লট নিয়ন্ত্রণ করছে ক্ষমতায় থাকা লোকাল বডি। শহরের প্রায় প্রতিটি কোণে কোণে এখন বেআইনি পার্কিংয়ের রমরমা। এর মোকাবিলা করার ব্যাপারে শীঘ্রই বৈঠকে বসছে পুরসভা।



আরও পড়ুন, Justice Dipankar Dutta: 'দেখুন না বার অ্যাসোসিয়েশনকে যদি দলগত রাজনীতির বাইরে রাখা যায়'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)