নিজস্ব প্রতিবেদন: পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে দুর্ঘটনায় মৃত সজল কাঞ্জিলালের মৃত্যু আসলে কীভাবে, তদন্তে নামল ফরেন্সিক টিম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-নজরে তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা', ডেরেককে তলব করল সিবিআই


শুক্রবার রাত পৌনে এগারোটা নাগাদ ঘটনাস্থল ঘুরে দেখেন ৭ সদস্যের একটি দল। টানা ১ ঘণ্টা ধরে দুর্ঘটনাস্থল পরীক্ষা করে দেখেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। মেট্রোর সুড়ঙ্গে নেমে তারা বিভিন্ন ধরনের পরীক্ষা করে দেখেন। করেন বিভিন্ন ভাবে মাপজোকও।



গত ১৩ জুলাই পার্কস্ট্রিট স্টেশনে ট্রেনের দরজার হাত আটকে যায় কসবার বাসিন্দা সজল কাঞ্জিলালের। ট্রেনটি কিছুদূর গিয়ে থেমে গেলেও শেষরক্ষা হয়নি। লাইনে পড়ে মৃত্যু হয় সজলবাবুর।


আরও পড়ুন-যিনিই মুখ্যমন্ত্রী থাকবেন আসাটা আমার কর্তব্য, কী বোঝাতে চাইলেন সব্যসাচী?


দুর্ঘটনার পর মনে করা হচ্ছিল, ট্রেন ব্রেক কষার ফলে লাইনে পড়ে যাননি সজল কাঞ্জিলাল। বরং লাইনে বিদ্যুতস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে তার। এমনটা যুক্তি উঠে আসছিল। কারণ ঘটনার প্রত্যক্ষদর্শী এক কমান্ডোর দাবি, ট্রেন থামার পর নামার পরই তড়িদাহত হয়ে মৃত্যু হয় সজলবাবুর। এই বিষয়টাই খতিয়ে দেখেছেন বিশেষজ্ঞরা। খুব শীঘ্রই রিপোর্ট পেশ করা হবে জানান ফরেন্সিক আধিকারিকরা।