নিজস্ব প্রতিবেদন : ফের মেট্রো বিভ্রাট। আলো জ্বলছে না। এসি বন্ধ। এসপ্ল্যানেড থেকে রবীন্দ্রসদন, সেইভাবেই ছুটল মেট্রো। ভাড়া বৃদ্ধির এক সপ্তাহের মধ্যেই প্রশ্নের মুখে পড়ল মেট্রো পরিষেবা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় ২১/২২ কবি সুভাষগামী এসি রেকটি এসপ্ল্যানেড স্টেশন ছেড়ে পার্ক স্ট্রিট পর্যন্ত আসার সময় সময় কোনও কামরায় আলো জ্বলেনি। চলেনি এসি। সেই অবস্থাতেই চলতে থাকে মেট্রো। কামরা তখন যাত্রীদের ভিড়ে ঠাসা। এই অবস্থায় রবীন্দ্রসদন পর্যন্ত চলে আসে মেট্রো। দমবন্ধকর পরিস্থিতিতে আতঙ্ক ছড়ায় মেট্রো যাত্রীদের মধ্যে।


আরও পড়ুন, ছাড়পত্র মিলে গিয়েছে, ৭ দিনেই শুরু হবে দেউচা-পাঁচমি কয়লাখনির কাজ : মমতা


উল্লেখ্য, এক সপ্তাহও ঘোরেনি মেট্রোর ভাড়া বেড়েছে। ভাড়া বাড়ায় আপত্তি করেননি যাত্রীরা। নিত্যযাত্রীরা বলেছিলেন, "ভাড়া বাড়ুক। পরিষেবা উন্নত হোক। যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়ুক।" কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো ছবি। ভাড়া বাড়লেও শিকেয় সুরক্ষা। প্রায় ১০ মিনিট আলো, এসি ছাড়া অন্ধকারের মধ্যে ছোটে মেট্রো। পরে আলো আসে। তারও কিছুক্ষণ বাদে চালু হয় এসি। এই পরিস্থিতিতে অনেকেই অসুস্থবোধ করতে থাকেন।