নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ লকডাউনের পর আজ থেকে নিও নর্মাল পরিস্থিতিতে ফের শুরু হল মেট্রো পরিষেবা। আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে পরিষেবা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল রাত ৮টা পর থেকে অনলাইনে ই-পাসের আবেদন করা শুরু হয়। করোনা পরিস্থিতিতে সংক্রমণ রুখতে বেশকিছু বিধি নিষেধ আরোপ করেছে মেট্রো কর্তৃপক্ষ। ই-পাস ও স্মার্ট কার্ড ছাড়া এবার থেকে মেট্রো যাতায়াত করা সম্ভব নয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে রাতের শেষ ট্রেন অন্তিম স্টেশন থেকে ছাড়বে রাত ৭টায়। 


যে ই-পাসের মাধ্যমে এখন যাত্রীরা যাতায়াত করবেন, তা মেট্রোর ওয়েবসাইট ও পথদিশা অ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন সবাই। তাছাড়া প্রতিটি স্টেশনের গায়ে কিউ আর কোডের পোস্টার থাকবে। তা মোবাইলে স্ক্যান করেও ই-পাসের আবেদন করা যাবে। প্রতিটি স্টেশনে যৌথভাবে থাকবে রেল ও রাজ্য পুলিস। রাজ্য পুলিস স্টেশনে ঢোকার মুখে ই-পাস চেক করবে।


আরও পড়ুন, বিনা চিকিৎসায় সন্তান ও প্রসূতির মৃত্যুর অভিযোগ, কাঠগড়ায় আরজি কর ও মেডিক্যাল