Firhad On Zee 24 Ghanta: `চোরপোরেশন হবে না`, কর্পোরেশনে স্বচ্ছ প্রশাসনই লক্ষ্য মেয়র ফিরহাদের
ভারতের বিচার ব্যবস্থাকে মোদিজি এখনও হাইজ্যাক করতে পারননি: ফিরহাদ
নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয়বার কলকাতা কর্পোরেশনের (Kolkata Municipal Corporation) মেয়রের ব্যাটন হাতে নিয়ে তাঁর লক্ষ্য কী? তিনি কী করতে চান? Zee ২৪ ঘণ্টার 'মেয়রের দরবার' অনুষ্ঠানে জানালেন মহানাগরিক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁর স্পষ্ট উত্তর, 'নিশ্চিত ভাবে লক্ষ্য স্বচ্ছ প্রশাসন। যাতে আমার কর্পোরেশনকে কেউ চোরপোরেশন না বলে। শুধু মুখে স্বচ্ছতার কথা নয়, তা কার্যকর করা হবে।'
কলকাতার কর্পোরেশনের মেয়রের চেয়ারে বসেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়ের মতো গুণী মানুষ। যাঁদের অবদান দেশ আজীবন মনে রেখেছে। Zee ২৪ ঘণ্টার 'মেয়রের দরবার' অনুষ্ঠানে তাঁদের স্মরণ করতে ভোলেননি নয়া মেয়র। শপথ গ্রহণের দিন তিনি বলেছিলেন, মন্ত্রিত্ব থাকলেও কলকাতা কর্পোরেশন বেশি কাছের। এদিনও একই কথা শোনা গেল ফিরহাদ হাকিমের গলায় (Firhad Hakim)। তিনি বলেন, "মেয়রের চেয়ারের সঙ্গে আমার আবেগ জড়িয়ে রয়েছে। আমার বসার জায়গার ডানদিকে তাকালে গায়ে কাঁটা দিয়ে ওঠে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়ের মতো ব্যক্তিদের দেখি। তাঁদের নথের যোগ্য হতে পারলেও কৃতার্থ হয়ে যাব।"
কলকাতা কর্পোরেশন এবং তাঁর বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ তোলেন বিরোধীরা। তা কার্যত উড়িয়ে দেন কলকাতা কর্পোরেশনের নয়া মেয়র। বোফর্স কেলেঙ্কারিতে রাজীব গান্ধীর নাম জড়ানোর প্রসঙ্গ টানেন তিনি। কেন্দ্রের বিজেপি সরকার এবং সর্বোপরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, "ভারতের বিচার ব্যবস্থাকে মোদিজি এখনও হাইজ্যাক করতে পারননি।" তাঁর প্রতিজ্ঞা, "জীবন দিয়ে হলেও মানুষের বিশ্বাসপূরণ করব।"
আরও পড়ুন: Suvendu Vs Madan: মদন চিহ্নিত মাতাল: শুভেন্দু, 'প্রথম মদ খেয়েছিলাম ওর বাবার সঙ্গে', পাল্টা মদন বাণ