এক মাসে বাড়ি তৈরির ছাড়পত্র, এক সপ্তাহে মিলবে লাইসেন্স, কলকাতা পুরসভায় চালু হচ্ছে নয়া ব্যবস্থা
পোশাকি নাম `Ease of Doing Business`। এই ব্যবস্থায় এক মাসের মধ্যে মিলবে বাড়ি তৈরীর ছাড়পত্র
নিজস্ব প্রতিবেদন: কলকাতার মানুষের জন্য সুখবর।
পোশাকি নাম "Ease of Doing Business"। এই ব্যবস্থায় এক মাসের মধ্যে মিলবে বাড়ি তৈরীর ছাড়পত্র। এক সপ্তার মধ্যে মিলবে লাইসেন্স। অ্যাসেসমেন্ট হবে একদিনের মধ্যে। কলকাতার সমস্ত নগরবাসী এই সুবিধা উপভোগ করতে পারবেন ১ মার্চ থেকে।
আরও পড়ুন-অমিতের সভা থেকে শুরু ‘আর নয় অন্যায়’ আন্দোলন, থাকছে পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ
মূলত যারা ব্যবসা করতে চান তাদের জন্য কলকাতার বিভিন্ন পরিষবা আরো সহজলভ্য এবং আকর্ষণীয় করে তুলতে এই তিনটি ব্যবস্থাকে এক ছাতার তলায় নিয়ে আসা হয়েছে। একাধিক ফর্ম ফিলআপ নয়, অনলাইনে একটি মাত্র ফর্মের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে মিলবে ছাড়পত্র।
লাইসেন্সের ক্ষেত্রে আগে লাইসেন্স পরে ভেরিফিকেশন। তিনটি ক্ষেত্রেই সার্টিফিকেট পাওয়ার জন্য নিজেকে আর পুরসভার কোন অফিসে যেতে হবে না।কম্পিউটারে বসেই সেই সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। এতে একদিকে যেমন দ্রুত হবে কাজ অপরদিকে এই অনলাইন সিস্টেমের মাধ্যমে দালালচক্রের অবসান ঘটানো সম্ভব হবে বলে মনে করছে পুরো প্রশাসন।
আরও পড়ুন-বিমানের ভেতরে উড়ছে পায়রা; প্রবল হইচই যাত্রীদের মধ্যে, দেখুন ভিডিয়ো
নতুন যেসব ফ্ল্যাট তৈরি হচ্ছে তার সমস্তই unit area assessment tax মাধ্যে পড়বে। পুরনো সিস্টেমে আর নতুন তৈরি হওয়া ফ্ল্যাট বাড়ির মিউটেশন হবে না। ঘোষণা মেয়রের।