বিমানের ভেতরে উড়ছে পায়রা; প্রবল হইচই যাত্রীদের মধ্যে, দেখুন ভিডিয়ো
প্রশান্ত নামে অন্য এক যাত্রী লিখেছেন, ‘প্লেনের ভেতরে উড়ে বেড়াচ্ছে একটি পায়রা’
নিজস্ব প্রতিবেদন: শান্তির কপত অশান্তি ছড়াল বিমানের মধ্য়ে। আধ ঘণ্টা দেরিতে উড়ল আহমেদাবাদ-জয়পুর গো এয়ারের বিমান। সেই ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
পড়ুন-দিল্লির হিংসা নিয়ে ফেসবুকে পোস্ট, ABVP-র রোষে প্রেসিডেন্সির প্রাক্তনী
শনিবার গো এয়ারের ওই বিমান আহমেদাবাদ ছাড়ার কিছুক্ষণ আগে উদয় হয় পায়রাটি। বিমানের ভেতরে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, প্রাণ ভয়ে উড়তে শুরু করে সে। যাত্রীরা তাদের ধরার চেষ্টা করলে আরও আতঙ্কিত হয়ে পড়ে পায়রাটি। শুরু হয়ে? শুরু হয়ে যায় আরও তোলপাড়।
This is literally "bird flying" in the giant bird!!!!
Flight from Ahmedabad to Jaipur..held up for 30 mins!!#GoAir "pigeon" on board!!! pic.twitter.com/M0khjmKFSK— Rakesh Bhagat (@RakeshB36568801) February 29, 2020
বিমানের ভেতরের হইচইয়ের ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাকেশ ভগত নামে এক যাত্রী। টুইটারে তিনি লিখেছেন, বাস্তবিকই বড় পাখির মধ্য়ে ছোট পাখি। আহমেদাবাদ-জয়পুর ফ্লাইট ৩০ মিনিট লেটে উড়ল।
পড়ুন-দিল্লি হিংসায় বহু ক্ষতিগ্রস্থ এলাকাই ফাঁকা, অভিযুক্ত আপ কাউন্সিলরের টিকি ছুঁতে ব্যর্থ পুলিস
প্রশান্ত নামে অন্য এক যাত্রী লিখেছেন, ‘প্লেনের ভেতরে উড়ে বেড়াচ্ছে একটি পায়রা’। যাত্রীরা উঠে দাঁড়িয়ে পায়রাটিকে ধরতে যাওয়ায় প্রবল হইচই শুরু হয়ে যায় বিমানের মধ্যে। অনেক বলতে থাকেন বিমানের পেছনের দরজা খুলে দেওয়া হোক। ওখান থেকে বেরিয়ে যাবে পায়রাটি।