নিজস্ব প্রতিবেদন: শহরে ফের আক্রান্ত পুলিস। খাস কলকাতার বুকে থানায় ঢুকে কনস্টেবলকে মার! টেবিল চাপড়ে পুলিসকর্মীদের শাসানি। ঘটনাটি টালিগঞ্জ থানার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



মত্ত অবস্থায় বাইক চালানোর অপরাধে এক যুবককে আটকের ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে টালিগঞ্জ থানা। রবিবার রাতে রুটিনমাফিক এলাকায় টহল দিচ্ছিল পুলিস। অভিযোগ, সেসময় চেতলার বাসিন্দা রণজয় হালদার নামে এক যুবককে মত্ত অবস্থায় বাইক চালানোর অপরাধে আটক করা হয়।খবর পেয়ে থানায় এসে হাজির হন যুবকের পরিবার ও প্রতিবেশীরা।


তৃণমূল বিধায়কের আত্মীয় কেন বিজেপিতে? নেতাদের সামনেই চেয়ার ছুড়লেন কর্মীরা


 

থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। কয়েকজন থানায় ঢুকে গিয়ে টেবিল চাপড়ে পুলিসকে শাসান বলেও অভিযোগ। বাধা দিতে গেলে আক্রান্ত হন এক কনস্টেবল। তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।



যদিও যুবকের পরিবারের পাল্টা অভিযোগ, কর্তব্যরত পুলিস কর্মীরা মত্ত অবস্থায় তাঁদেরকেও মারধর করেন। পরে মধ্যরাতে ওই যুবককে ছেড়ে দেওয়া হয়।


টালিগঞ্জ থানার পুলিসের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছেন যুবকের পরিবারের সদস্যরা। ঘটনার প্রায় ১১ঘণ্টা পর পুলিসের তরফেও একটি স্বতোঃপ্রণোদিত মামলা দায়ের করা হল।