নিজস্ব প্রতিবেদন: কলকাতা পুলিশে সাউথ ডিভিশন ২০, সাউথ সাব আরবান ডিভিশন ৮০, ডিটেকটিভ ডিপার্টমেন্টে ১৫টি শূন্য আসন রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বয়সসীমা- ১ জানুয়ারি২০১৯ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ৬০-এর মধ্যে।


আরও পড়ুন: উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির মিউটেশন ‘ফ্রি’


যোগ্যতা: ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ। এ ক্ষেত্রে কলকাতা পুলিশের জুরিডিকশন অঞ্চলের বাসিন্দা হলে অগ্রাধিকার মিলবে। এনসিসি/স্কাউট/এনসিসি গাইড/সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররাও অগ্রাধিকার পাবেন। কোনও পুলিশ স্টেশনে ক্রিমিনাল রেকর্ড থাকা চলবে না। শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে। ওয়্যারলেস ব্রাঞ্চের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্সের প্রার্থীদের অগ্রাধিকার। কলকাতা মাউন্টেড পুলিশের জন্য আবেদন করলে পশুপ্রাণী নিয়ে কাজের আগ্রহ ও অভিজ্ঞতা থাকতে হবে।


আরও পড়ুন: সিপিএমের বিরুদ্ধে অতিরিক্ত কংগ্রেস প্রীতির অভিযোগ শরিকদের, ভেঙে যেতে পারে বামফ্রন্ট


আবেদন সংক্রান্ত তথ্য: আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। আবেদনের ফর্ম ডউনলোড করা যাবে নিচে দেওয়া ওয়েবসাইট থেকে। সংশ্লিষ্ট অফিসে গিয়ে অফলাইনে আবেদন জমা করতে হবে।  আবেদন পত্রের সঙ্গে নিজের অ্যাটেস্ট করা পরিচয় পত্র, ঠিকানার প্রমান পত্র, শিক্ষাগত যোগ্যতার নথি, বয়সের প্রমান পত্র, পাসপোর্ট সাইজ ছবি (সেলফ অ্যাটেস্টেড) এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজ জমা করতে হবে। একটার বেশি ইউনিটে আবেদন করলে সেই প্রার্থীর আবেদন বাতিল করে দেওয়া হবে।


 


আবেদন জমা দেওয়ার ঠিকানা: South Division, Kolkata Police- Deputy Commissioner of police, South Suburban Division, Kolkata, Address: tollygunge Emergency Force Lines, 255/257, D.P.S Road, kolkata 700033


আরও পড়ুন: RRB NTPC recruitment notification 2019: রেলের ১,৩০,০০০ শূন্য আসনের নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে ২৩ ফেব্রুয়ারি


Detective Deoartment, kolkta Police (ll) Detective Department, kolkata, Address: 18, Lalbazar Street, Kolkata-700001


আবেদন পত্র ডাউনলোড করুন নিচে দেওয়া লিঙ্ক থেকে


http://kolkatapolice.gov.in/images/docs/FRC_Recruit_03_2019.pdf