বাড়ছে সংক্রমণ, ঈদের নমাজ পাঠে নাখোদা মসজিদে কড়া নিয়ম
ভিড় এড়াতে বিশেষ ব্য়বস্থা কর্তৃপক্ষের।
নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় ঢেউয়ে ত্রস্ত সাধারণ মানুষ। প্রায় প্রতিদিনই ঊর্ধ্বমুখী সংক্রমণ গ্রাফ। এই পরিস্থিতিতে কড়া নিয়ম মেনে নাখোদা মসজিদে ঈদের নমাজ পাঠ হল। নাখোদা মসজিদ কর্তৃপক্ষের তরফে নমাজ পাঠের জন্য় স্লট নির্দিষ্ট করে দেওয়া হল। সেই স্লট মেনেই এবার হল নমাজ পাঠ।
আরও পড়ুন: বাথরুমের জানালা ভেঙে ফ্ল্যাটে ঢুকে দুঃসাহসিক চুরি, আতঙ্কিত ট্যাংরার বাসিন্দারা
এবার রেড রোড বা রাস্তায় জমায়েত করে নমাজ পাঠে আগেই নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। তবে নাখোদা মসজিদ কর্তৃপক্ষের তরফে তিনটি স্লটে ভাগ করে মসজিদে নমাজ পাঠের ব্য়বস্থা করা হয়। সকাল সাতটা থেকে শুরু হয় নমাজ পাঠ। এরপর, সকাল সাড়ে আটটা এবং সকাল ১০টায় নমাজ পড়েন ধর্মপ্রাণ মানুষজন। অর্থাৎ প্রতি স্লটে নমাজ পাঠের মধ্য়ে নির্দিষ্ট ব্য়বধান রাখা হয়। ভিড় এড়িয়ে সাধারণ মানুষ যাতে ধীরে ধীরে মসজিদে প্রবেশ করতে পারেন, সেই জন্য়ই এই ব্যবস্থা করা হয়। সূত্রের খবর, প্রতি স্লটে কমবেশি এক হাজার মানুষ নমাজ পড়েন। এবার অতিমারিতে নমাজ পাঠের ক্ষেত্রে নিয়মের কড়াকড়ি ছিল। মসজিদে মাস্ক বাধ্যতামূলক করা হয়। ঈদের কোলাকুলি নিষিদ্ধ করা হয়। এমনকি, করমর্দনেও নিষেধাজ্ঞা জারি হয়। সমস্ত দিকে কড়া নজর রাখেন স্বেচ্ছাসেবকরা।
আরও পড়ুন: Amit Shah কোথায়? উদ্বেগে আছি, কড়া ব্যবস্থা নিয়ে স্বস্তি দিন, থানায় TMCP
রাজ্যে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্তের (COVID Cases) সংখ্যা ২০ হাজার ৮৩৯। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৩১। কলকাতায় সংখ্য়াটা ৩ হাজার ৯২৪। কোভিডে মৃতের সংখ্য়াও একশোর উপরে। গত ২৪ ঘণ্টায় বাংলায় মৃত্যু হয়েছে ১২৯ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা যথাক্রমে ৩৯ ও ২৫। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ১৮১ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৮৬.৬৮%। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত ১ লক্ষ ২০ হাজার ২১৩ জন।