নিজস্ব প্রতিবেদন: জমি জালিয়াতির (Land Fraud) ঘটনায় গ্রেফতার এক। গ্রেফতার করল নিউটাউন (Newtown) থানার পুলিস। ধৃতের নাম লক্ষ্মণ নস্কর। নিউটাউনের চণ্ডীবেরিয়া থেকে গ্রেফতার (Arrest) করা হয় অভিযুক্তকে। মালিকের নাম পরিবর্তন করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস সূত্রে খবর, জানুয়ারি মাসে নিউটাউন চন্ডীবেরিয়ার বাসিন্দা প্রতাপ নস্কর নিউটাউন থানায় অভিযোগ করেন যে, তাঁর একটা জমি রয়েছে। কিন্তু তিনি জানতে পেরেছেন যে, ওই জমির রেকর্ডে নাম পরিবর্তন করে নিজের নামে করে নিয়েছে এক ব্যক্তি। এই অভিযোগ পাওয়ার পরই পুলিস তদন্তে নামে। এরপরই নিউটাউন চন্ডীবেরিয়া থেকে লক্ষ্মণ নস্করকে গ্রেফতার করা হয়।


অভিযোগ, ধৃত ওই জমি নিজের নামে করে নিয়েছিল। আজ ধৃতকে বারাসাত আদালতে তোলা হয়। কীভাবে একজনের জমি অন্য লোকের নামে হয়ে গেল? কে করে দিল? এর পিছনে কি কোনও চক্র আছে? সবটাই খতিয়ে দেখছে পুলিস।


আরও পড়ুন, Bike As Dowry: 'শ্বশুরের কাছ থেকে বাইক চাই', না পাওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে 'খুন' স্বামীর


Fraud: ভুয়ো কল সেন্টারের ফাঁদ, লক্ষাধিক টাকা প্রতারণা, নিউটাউনে গ্রেফতার ১৪


KMDA-র জমি দখল নিয়ে শাসকদলে গোষ্ঠীকোন্দল? হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা TMC কর্মীর


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)