নিজস্ব প্রতিবেদন : কী করবেন, কী করবেন না। কোয়ারেনটাইন নিয়ে নয়া সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্যের স্বাস্থ্য ভবন। কী বলা হয়েছে সেই নির্দেশিকায়, চলুন দেখে নেওয়া যাক ১৩ দফা বিধিনিষেধ-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৯। মৃত্যু হয়েছে দমদমের বাসিন্দা এক প্রৌঢ়ের। বাইরে থেকে কেউ এলে তাঁকে ১৪ দিন বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে সরকার। কেউ যদি নিজেকে অসুস্থ বোধ করেন, তাঁর শরীরে যদি করোনা উপসর্গ দেখা দেয়, তাহলে তাঁকেও নিজেকে বাড়িতে কোয়ারেন্টাইন করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 


উল্লেখ্য, ভারতে করোনার সামাজিক সংক্রমণ রোখার লক্ষ্যে ১৪ এপ্রিল মধ্যরাত পর্যন্ত ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র। তবে এই সময়ে জরুরি পরিষেবা ও অত্যাবশ্যকীয় পণ্য মিলবে বলে আশ্বস্ত করেছে সরকার। ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৫৬২। প্রাণ হারিয়েছেন ১১ জন।


আরও পড়ুন, 'মানুষ বাঁচলে তবেই ধর্ম বাঁচবে...বাড়িতে নমাজ পড়ুন', লকডাউনে বন্ধ হল নাখোদা মসজিদ