ওয়েব ডেস্ক: মুখে দুর্নীতির প্রতিবাদ। কাজে বিধি ভঙ্গ। তাই করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। ট্রাফিক রুলকে থোড়াই কেয়ার। হেলমেট ছাড়াই স্কুটি চালানোর বিজেপি নেত্রী। বারাসতে দেখা গেল এই ছবি। দুর্নীতির প্রতিবাদে বিজেপির বাইক র‍্যালি। লকেট চট্টোপাধ্যায়কে দেখা গেল হেলমেটহীন অবস্থায়। নেত্রী একা নন, পুরো বাইক র‍্যালিতেই দেখা গেল অনিয়মটাই নিয়ম। হাতে গোণা কয়েকজন হেলমেট পরেছিলেন। পরে মিছিল দত্তপুকুরের দিকে এগোতেই তা আটকে দেয় পুলিস। তাদের যুক্তি, শুধুমাত্র বারাসত থানা এলাকাতেই মিছিলেন অনুমতি দেওয়া হয়েছিল।


জীবিত শিশুকে মৃত বলে ঘোষণা করায় ধুন্ধুমার গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে