গ্রামের মোড়লকে তোলা না দেওয়ায় বিয়ের আসরে পাত্রকে কুপিয়ে খুনের চেষ্টা

বিয়ে করলে দিতে হবে মোটা অঙ্কের তোলা। এমনই নিদান গ্রামের মোড়ল-মাতব্বরদের। ফতোয়া না মানায় ভরা বিয়ের আসরেই যুবককে কুপিয়ে খুনের চেষ্টা করল মোড়ল ও তাঁর দলবল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার মোমিনপাড়া এলাকায়। আহত যুবক নুরুল ইসলামকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Updated By: Apr 23, 2017, 03:08 PM IST
গ্রামের মোড়লকে তোলা না দেওয়ায় বিয়ের আসরে পাত্রকে কুপিয়ে খুনের চেষ্টা
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : বিয়ে করলে দিতে হবে মোটা অঙ্কের তোলা। এমনই নিদান গ্রামের মোড়ল-মাতব্বরদের। ফতোয়া না মানায় ভরা বিয়ের আসরেই যুবককে কুপিয়ে খুনের চেষ্টা করল মোড়ল ও তাঁর দলবল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার মোমিনপাড়া এলাকায়। আহত যুবক নুরুল ইসলামকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন- বরানগর মাতৃসদন হাসপাতালে ভলিবল প্লেয়ারে মৃত্যু ঘিরে উঠছে প্রশ্ন

আজ সকালেই বিয়ে সেরে বাড়ি ফেরে নুরুল। ফরমান ছিল, গ্রামে বিয়ে করে ফিরলেই তাঁকে দিতে হবে ১২ হাজার টাকা। দিতে অস্বীকার করেন নুরুল। অভিযোগ, সদ্যবিবাহিত স্ত্রীর সামনেই তাঁকে কুপিয়ে খুনের চেষ্টা করে গ্রামের মোড়ল মুসলিম শেখ ও তার দলবল। চিত্কার-চেঁচামেচিতে পালিয়ে যায় তারা। অভিযুক্ত মুসলিম শেখ সহ ১০ জনের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

.