নিজস্ব প্রতিবেদন: মাঝেরহাট সেতু বিপর্যয়ে তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলল বিজেপি। মঙ্গলবার ঘটনার পর বিজেপি নেতা মুকুল রায় বলেন, 'সেতু ভেঙে পড়ার দায় মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার বিকেল ৪.৪৫ মিনিটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাঝেরহাট সেতু। মাটিতে আছড়ে পড়ে বেশ কয়েকটি গাড়ি। ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ১ জনের। ডায়মন্ড হারবার রোডের মতো গুরুত্বপূর্ণ সড়কের ওপর সেতু ভেঙে পড়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেহালাসহ দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। 


এদিনের বিপর্যয়ের জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে দায়ী করেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, 'রাজ্য সরকার শুধু সৌন্দর্যায়নেই ব্যস্ত। কিন্তু পুরনো নির্মাণ সংস্কারের কথা তাদের মনে থাকে না। এই সেতু ভেঙে পড়ার সম্পূর্ণ দায় রাজ্য সরকারের নেওয়া উচিত।' 


মাঝেরহাট ব্রিজ ভেঙে বিচ্ছিন্ন বেহালা, জেনে নিন কোন পথে পৌঁছবেন বাড়ি


ওদিকে দার্জিলিং সফররত মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অগ্রাধিকারের ভিত্তিতে উদ্ধারকাজ চালাচ্ছে রাজ্য সরকার। কেন সেতু ভাঙল সেই তদন্ত পরে হবে।