নিজস্ব প্রতিনিধি:  ‘সংখ্যালঘুদের হয়ে কাজ করবই।‘ সংহতি দিবসের মঞ্চ থেকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার সংহতি দিবসের ২৫ বছর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কলকাতার মেয়ো রোডে। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই বিজেপিকে চরম বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সুর চড়িয়ে তিনি বললেন, ‘রাজ্যে ৩০ শতাংশ মুসলিমদের দেখা আমার কাজ। উল্টোপাল্টা ছবি দিয়ে বলছে তোষণ করছি। মুসলিমদের হয়ে কাজ করবই।’


আরও পড়ুন: এখনই প্রিন্সিপালকে সরানোর কোনও প্রশ্নই নেই, স্পষ্ট জানাল জিডি বিড়লা কর্তৃপক্ষ


এদিনের মঞ্চ থেকে রাজ্যবাসীকে সহিষ্ণুতার বার্তাও দেন তিনি। পাশাপাশি এই ইস্যুতে সরাসরি আক্রমণ শানিয়েছেন গেরুয়া শিবিরের বিরুদ্ধেও। তাঁর কথায়, ‘অসহিষ্ণুতা একটি দলের বড় অস্ত্র। এটা কখনও হতে পারে না।‘


দুর্নীতি ও কালো টাকা প্রসঙ্গেও বিজেপির প্রতি তোপ দাগেন তিনি। বলেন, ‘কোথায় গেল কালো টাকা? কোথায় প্রতিশ্রুতি? ‘


আরও পড়ুন: সরানো হবে প্রিন্সিপালকে? আজ জানাবে জিডি বিড়লা


এদিনের মঞ্চ থেকে মমতার প্রশ্ন, ‘দুর্নীতিগ্রস্ত কেন্দ্রীয় নেতাদের কী হল?  টাকা নিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। তবুও তাঁকে গ্রেফতার করা হচ্ছে না কেন? জবাব দিতে হবে প্রকাশ্যে।‘ তিনি আরও বলেন, ‘মুখ খুললেই আমাদের নেতাদের হুমকি দেওয়া হয়। জেলে পোরার ভয় দেখানো হয়।‘